যুবতীর জেদের কাছে হার রেলের, এক যাত্রী নিয়েই ৫৩৫ কিমি ছুটল রাজধানী
- FB
- TW
- Linkdin
রাঁচি এইচইসি কলোনী যাবার জন্য রাজধানী এক্সপ্রেসের বি- ৩ বগির টিকিট কেটেছিলেন বেনারস হিন্দু কলেজের আইনের পড়ুয়া অনন্যা। ওই ট্রেনে তাঁর সঙ্গে সওয়ার হয়েছিলেন আরও ৯৩০ জন।
রাজধানী এক্সপ্রেস দিল্লী থেকে সঠিক সময়ে ছাড়লেও ডাল্টনগঞ্জের কাছে পথ অবরোধ থাকায় সেখানেই আটকে যায় ট্রেন।
স্থানীয় বিক্ষোভের জেরে ঝাড়খণ্ডের ডালটনগঞ্জ স্টেশনে আটকে পড়েছিল দিল্লি-রাঁচী রাজধানী এক্সপ্রেস। বৃহস্পতিবার বিকেলে বেশ কয়েক ঘণ্টা আটকে থাকার পরে যাত্রীদের বাসে চাপিয়ে গন্তব্যে পৌঁছনোর সিদ্ধান্ত নেন রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন।
কিন্তু সকলে রাজি হলেও, কিছুতেই রাজি হতে চায় না অনন্যা। তাঁর সাফ কথা বাসে করে যাওয়ার জন্য তিনি রাজধানীর টিকিট কাটেননি।
তাঁর দাবি ছিল, টিকিট কেটে ট্রেনে চেপেছেন। তাই বাস বা ট্যাক্সিতে নয়, ট্রেনে চেপেই রাঁচি পৌঁছবেন। নাছোড় তরুণী ট্যুইট করে রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তাঁর জেদের সামনে হার মেনে শেষ পর্যন্ত একা তরুণীকে নিয়েই অন্য পথে রওনা হয় ট্রেন। শুক্রবার সকালে নির্ধারিত সময়ের থেকে অন্তত ১৫ ঘণ্টা দেরিতে সেটি রাঁচি পৌঁছয়।
ট্রেন মধ্যস্থ অনন্যাকে সমস্ত রকম নিরাপত্তা দেবার জন্য তাঁর কামরায় বেশ কয়েকজন মহিলা নিরাপত্তারক্ষীকেও মোতায়েন করা হয়েছিল। অবরোধ না ওঠায় শেষমেশ রুট বদল করে শুধুমাত্র একজন যাত্রীকে নিয়ে রাঁচি ফিরল রাজধানী এক্সপ্রেস।
জমির অধিকারের দাবিতে বুধবার থেকে লাতেহার জেলার টোরি জংশনের কাছে রেললাইন আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ঝাড়খণ্ডের টোনা ভগত সম্প্রদায়ের মানুষ। ফলে মাঝপথে আটকে পড়েছে বেশ কয়েকটি মালবাহী ও যাত্রিবাহী ট্রেন।
বৃহস্পতিবার আটকে পড়ে রাজধানীও। নাছোড় তরুণীকে নিয়ে শুক্রবার ট্রেনটি গোমো ও বোকারো হয়ে অতিরিক্ত ২২৫ কিলোমিটার পাড়ি দিয়ে রাঁচী পৌঁছয়।