গ্রেফতার বাজি বিক্রেতা, দীপাবলির দিন তাঁর সঙ্গে কী করল উত্তরপ্রদেশের পুলিশ, দেখুন
- FB
- TW
- Linkdin
নিষেধাজ্ঞা সত্ত্বেও বাজি-পটকা বিক্রি করার শুক্রবার বুলন্দশহরের এক বাজি বিক্রেতাকে গ্রেফতার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ। গ্রেফতারের সময়ে ওই বাজি বিক্রেতার পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাঁর শিশুকন্যা। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
শনিবার দীপাবলির দিন কিন্তু অসাধারণ মানবিকতার নিদর্শন রাখলেন খুরজা জেলার পুলিশ ও জেলা প্রশাসনের আধিকারিকরা। ওই বাজি বিক্রেতা ও তাঁর পরিবারের সঙ্গে একসঙ্গে তাঁরা দীপাবলি উদযাপন করলেন।
বাজি পটকা ফাটিয়ে নয়, বাবা ও পুলিশ ও প্রশানের কর্তাদের সঙ্গে মিস্টিমুখ করে দীপাবলি উদযাপন করল পুচকে মেয়েটি।
খুরজা-র উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট জানিয়েছেন , শিশুটির পুলিশের প্রতি ক্ষোভ তৈরি হোক এটা তাঁরা চাননি। তাই এই মানবিক পদক্ষেপ নিয়েছেন তাঁরা।
তবে একইসঙ্গে তাঁরা সমাজকে এই বার্তাটিও জিতে চেয়েছেন যে, বাজি ফাটানোর পরিবর্তে পরিবারের সঙ্গে একসঙ্গে মজা করেও দীপাবলি উদযাপন করা যায়।
উত্তরপ্রদেশের ছাড়াও রাজস্থান, ওড়িশা, দিল্লি, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, চণ্ডিগড়, সিকিম-সহ অনেক রাজ্যই বাজি ফাটানো এই বছর পুরোপুরি নিষিদ্ধ করেছে। ছত্তিশগড়, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যে সময় বেঁধে দেওয়া হয়েছে বাজি ফাটানোর। আবার মধ্যপ্রদেশের মতো অনেক রাজ্যে এই বিষয়ে কোনও নিষেধাজ্ঞাই নেই।