- Home
- India News
- মোদী মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ১৭ থেকে ২২ জন - কোন রাজ্য থেকে কারা রয়েছেন আলোচনায়, দেখুন
মোদী মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ১৭ থেকে ২২ জন - কোন রাজ্য থেকে কারা রয়েছেন আলোচনায়, দেখুন
- FB
- TW
- Linkdin
উত্তরপ্রদেশ
সামনের বছরই উত্তরপ্রেশের নির্বাচন। এই রাজ্যের ৩ থেকে ৪ জন নতুন মন্ত্রী হতে পারেন। বিজেপি ছাড়া জোট সঙ্গী আপনা দলের অনুপ্রিয়া প্যাটেলকে মন্ত্রী করা হবে বলে সূত্রের খবর।
বিহার
বিহার থেকে ২ জন বা ৩ জনকে মন্ত্রী করা হতে পারে। দৌড়ে রয়েছেন বিজেপি নেতা তথা প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী সুশীল মোদী, জেডিইউ-এর আরসিপি সিং, এলজেপি-র পশুপতি পরস। তবে জেডিইউ ৪টি মন্ত্রিত্বের দাবি জানাতে পারে বলে শোনা যাচ্ছে। অন্যদিকে এলজেপি-র নেতৃত্ব নিয়ে এখন সংকট চলছে।
মধ্যপ্রদেশ
কংগ্রেস থেকে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিজেপি-তে যোগদানের পূর্বশর্তই ছিল কেন্দ্রীয় মন্ত্রিত্ব। এতদিনে তিনি তা পেতে চলেছেন। এই রাজ্য মন্ত্রী হতে পারেন বিজেপি নেতা রাকেশ সিং-ও।
মহারাষ্ট্র
এক থেকে দুজনকে মন্ত্রী করা হতে পারে মহারাষ্ট্র থেকে। নাম শোনা যাচ্ছে নারায়ণ রানে, হিনা গাভিট এবং রঞ্জিত নায়েক নিমবালকর-এর।
রাজস্থান
রাজস্থান থেকে নতুন করে মন্ত্রিসভায় যোগ দেওয়ার কথা একজনের।
জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীর আপাতত কেন্দ্রশাসিত অঞ্চল হলেও, এখানে সম্প্রতি বিধানসভা নির্বাচনের লক্ষ্যে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষিতেই জম্মু-কাশ্মীরের বিজেপির দুই সাংসদের একজনকে মন্ত্রী করা হতে পারে।
লাদাখ
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের বিজেপি সাংসদ জামিয়াং সেরিং নামগিয়াল-কেও মন্ত্রী করা হতে পারে।
অসম
অসম থেকে সর্বানন্দ সোনোয়াল-এর মন্ত্রিসভায় যোগ দেওয়া প্রায় পাকা। আরও একজনকে উত্তর-পূর্বের এই রাজ্য থেকে মন্ত্রী করা হতে পারে।
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ থেকে দুজন নতুন করে যোগ দিতে পারেন মোদী মন্ত্রিসভায়। আলোচনায় রয়েছে শান্তনু ঠাকুর
এবং নিশিথ প্রামানিকের নাম।
দায়িত্ব কমবে নয় মন্ত্রীর
আপাতত মোদী মন্ত্রীসভায় অন্তত নয়জন মন্ত্রী অতিরিক্ত মন্ত্রকের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁদের বার কমানো হবে বলেই জানা গিয়েছে। এই নয়জন হলেন - প্রকাশ জাভাদেকর, পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, নিতিন গড়করি, ডাক্তার হর্ষ বর্ধন, নরেন্দ্র সিং তোমর, রবিশঙ্কর প্রসাদ, স্মৃতি ইরানি এবং হরদীপ সিং পুরি।