- Home
- World News
- International News
- আগামী বছরগুলিতে ৫০ শতাংশ বেশি বন্যার ভয়াবহতা দেখবে উপকূলীয় এলাকা, আশঙ্কার মেঘ নতুন গবেষণায়
আগামী বছরগুলিতে ৫০ শতাংশ বেশি বন্যার ভয়াবহতা দেখবে উপকূলীয় এলাকা, আশঙ্কার মেঘ নতুন গবেষণায়
বিশ্বের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জন্য খারাপ খবর। আগামী ৮০ বছরে প্লাবন ৫০ শতাংশ বেশি বৃদ্ধি পাবে এই অঞ্চলে। যার ফলে বিশ্বের ২২৫ মিলিয়ন মানুষ বন্যার করাল গ্রাসের মুখোমুখি হবে। প্রতিটি দেশের জিডিপিতেও প্রভাব ফেলবে এই বন্যা পরিস্থিতি।

এই শতাব্দীর শেষের দিকে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে পৃথিবীতে। সম্প্রতি ইউনির্ভাসিটি অব মেলবোর্নের গবেষকদের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
গবেষকরা বলছেন ২১০০ সালের মধ্যে পৃথিবীর উপকূলীয় এলাকাগুলিতে বন্যা ৫০ শতাংশ বৃদ্ধি পাবে।
এর ফলে পথিবীর প্রায় অর্দ্ধেক জনসংখ্যাই বিপদে পড়বে। শুধু তাই নয় প্রভাব পড়বে উপকূলীয় দেশগুলির জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রডাক্টের ক্ষেত্রেও।
উপকূলীয় অঞ্চলে বন্যার ফলে প্রতিটি দেশের জিডিপি ২০ শতাংশ কমে যাবে। যার ফলে গোটা বিশ্বে আর্থক ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ১৪.২ ট্রিলিয়ন ডলার।
গবেষণা বলছে উত্তর-পশ্চিম ইউরোপ, দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ার দেশগুলি এই বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে।
পাশাপাশি বন্যা পরিস্থিতির প্রভাব পড়বে উর্র-পূর্ব আমেরিকা ও উত্তর অস্ট্রেলিয়ার ওপরও।
পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এবং মেরু অঞ্চলে বরফের স্তল গলে যাওয়ার কারণেই সমুদ্রের জলস্তর বাড়ছে। সেই কারণে উপকূলীয় অঞ্চল গুলিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেই জানাচ্ছেন গবেষকরা।