- Home
- World News
- International News
- কৃষকদের নিয়ে টুইট করা রিহানা ঠিক কতটা সম্পত্তির মালিক জানেন, জেনে নিন তাঁর Lifestyle
কৃষকদের নিয়ে টুইট করা রিহানা ঠিক কতটা সম্পত্তির মালিক জানেন, জেনে নিন তাঁর Lifestyle
- FB
- TW
- Linkdin
মাত্র ১৬ বছর বয়সে সঙ্গীত শিল্পি হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন রিহানা। প্রযোজন ইভার রজার্স তাঁকে সুযোগ করে দেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রিহানাকে। ২০০৫ সালে রিহানা তাঁর প্রথম মিউজিক অ্যালবাম দ্যা মিউজিক অফ দ্যা সান প্রকাশ করেছিলেন।
এক বছর পরেই তিনি তাঁরা দ্বিতীয় মিউজিক অ্যালবাম অ গার্ল লাইক মি প্রকাশ করেছিলেন। যা তাঁকে বিলবোর্ডের অ্যালবামের তালিকার শীর্ষ পৌঁছে দিয়েছিল। ২০১৯ সালে ফোর্বসের তালিকায় তিনি সবথেকে ধনী সঙ্গীত শিল্পী।
পপ সঙ্গীতের পাশাপাশি তিনি একাধিক বিজ্ঞাপনও করেছেন। ফিন্টি বিউটি সহ একাধিক নামিদামি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রিহানার নাম।
মাত্র ৩২ বছরেরই ৯টি গ্রামি অ্যাওয়ার্ড, ১৩টি আমেরিকান সঙ্গীত পুরষ্কার, ১২টি বিলবোর্ড সঙ্গীত পুরষ্কার ও ৬টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে তাঁর দখলে। যা তাঁর ২০২০ সালেই ফোর্বসের ধনী স্বনির্মিত মহিলার তালিকায় স্থান করে দিয়েছে।
সঙ্গীত ছাড়াও অভিনেত্রী হিসেবেও একাধিক সিনেমায় দেখা গিয়েছে তাঁকে। ২০১২ সালে প্রথম ব্যাটলশিপ সিনেমাও আত্মপ্রকাশ করেছিলেন তিনি। অলাভজন ক্লারা লিওয়েন ফাউন্সেশনের মাধ্যমে জনহিতকর কাজও করে থাকেন তিনি।
রিহানার সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪০০ কোটি টাকা। বিশ্বের সর্বাধিক বেতনের মহিলা সঙ্গীত শিল্পীই তিনি। আগামী ১০ বছরের মধ্যে তিনি বিলিয়নার হয়ে উঠবেন বলেই আশা করছেন তাঁর অনুগামীরা।
সোশ্যাল মিডিয়ায় রিহানার অনুগামীর সংখ্যা যেকোনও সেলিব্রিটিকে চমকে দিতে পারে।। ফেসবুকে তাঁর অনুগামী ৮১ মিলিয়ন, টুইটারে তাঁর অনুগামীর সংখ্যা ১০১ মিলিয়ন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৯০.৩ মিলিয়ন।