MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • প্রথম আফগান মহিলা পাইলটেরও ডানা কেটে নিয়েছিল তালিবান - কীভাবে, দেখুন ছবিতে ছবিতে

প্রথম আফগান মহিলা পাইলটেরও ডানা কেটে নিয়েছিল তালিবান - কীভাবে, দেখুন ছবিতে ছবিতে

৯/১১ হামলার মাত্র কয়েক বছর পরের ঘটনা। তালিবানদের ক্ষমতা থেকে উৎখাত করেছে মার্কিন বাহিনী। মেয়েদের পড়াশোনার জন্য আলাদা স্কুল খোলা হয়েছে। সেই সময় কিশোরী নিলোফার রাহমানী তার সবথেকে কাছের বন্ধুকে বলেছিলেন, তিনি বড় হয়ে পাইলট হতে চান। তার বন্ধু হেসে কুটিপাটি হয়ে জবাব দিয়েছিল, 'কাবুলের আকাশে  শুধুমাত্র দুটি জিনিসই ওড়ে, - পায়রা এবং আমেরিকানরা।' আসলে, তালিবানরা সরলেও, তখনও আফগান মহিলাদের অবস্থাটা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতোই। কিন্তু, সেই পরিস্তিতিতে দাড়িয়েও স্বপ্নের উড়ান লাগিয়েছিলেন নিলোফার, তবে শীঘ্রই তার ডানা কেটে নিয়েছিল কট্টরপন্থীরা। 

3 Min read
Amartya Lahiri
Published : Aug 28 2021, 08:31 PM IST| Updated : Sep 03 2021, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

আফগানিস্তানের প্রথম মহিলা পাইলট হিসেবে তার জীবনের কাহিনি েকটি বইয়ে লিপিবদ্ধ করেছেন নিলোফার রাহমানী। সেই বই অনুযায়ী, তার জন্ম হয়েছিল ১৯৯১ সালে, কাবুলে। কিন্তু, কয়েক মাস পরই গৃহযুদ্ধের হাত থেকে বাঁচতে কাবুল ছেড়ে পাকিস্তানের এক আফগান শরণার্থী শিবিরে পালিয়ে গিয়েছিল। তিন বছর পর, তারা করাচির এক অ্যাপার্টমেন্টে চলে গিয়েছিল। তবে কয়েক বছর উদ্বাস্তু হিসেবে বাস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন তারা। সকলে আফগানিস্তানে ফিরে আসেন। 
 

210

১৯৯৯ সালে দেশে ফিরেছিল তার পরিবার। আফগানিস্তান তখন তালিবানদের নিয়ন্ত্রণাধীন। রাহমানী জানিয়েছেন সেই আফগানিস্তানে কোথাও কোনও সঙ্গীত ছিল না, আকাশে উড়ত না েকটিও রঙিন ঘুড়ি, বাজার ছিল না কোনও হইচই। বাইরে থেকে কেউ আসতও না সেই মরা দেশে। তবে সবচেয়ে খারাপ হল, তালিবানি দেশে নারীদের জন্য সমাজে কোনও জায়গা ছিল না। নিলোফার বলেছেন মহিলারা ছিল আধুনিক যুগের ক্রীতদাস। পশুর থেকেও খারাপ আচরণ করা হত তাদের সঙ্গে।
 

310

পরের কয়েক বছর ভয়ঙ্কর বর্বরতার সাক্ষী হয়েছেন নিলোফার রাহমানী। আফগানিস্তানে ফেরার কিছুদিন পরই তালিবানরা তাদের প্রতিবেশীদের এক ১৮ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল তালিবানরা। মেয়েটির বাবা বাধা দিতে গেলে তালিবানরা তাকে হত্যা করেছিল। কয়েক বছর পরে, নিলোফারের বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে, তার মা তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে নিয়ে যেতে গিয়ে জুতো পরতে ভুলে গিয়েছিলেন। নগ্ন পা দেখানোর জন্য তাঁকে প্রকাশ্যে বেত্রাঘাত করেছিল তালিবান শাসকরা। 

410

৯/১১ হমলার পর মার্কিন প্রতিঘাতে তালিবান জমানার পতন ঘটেছিল। আফগান নারীরাও বেশ কিছু অধিকার ফিরে পেয়েছিল। নিলোফার রাহমানী একটি নতুন বালিকা বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পড়াশোনায় তিনি দারুণ প্রতিভার সাক্ষর রেখেছিলেন। ২০০৯ সালে, মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজ শুরু করেছিল। আফগান বিমান বাহিনীতে পাইলট হিসাবে মহিলাদেরও নিয়োগ করা শুরু হয়েছিল। বাবাকে গিয়ে পাইলট হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন নিলোফার। তার ববা বলেছিলেন, 'তুমি আমার ছেলের মতো'। এরপরই আর সময় নষ্ট না করে নাম লিখিয়েছিলেন তিনি। 

510

তবে এখানেই নিলোফারের লড়াই শেষ হয়নি, বরং এরপরই সবথেকে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তিনি। মহিলাদের শৌচাগার ছিল না, সেনাবাহিনীতে আফগান পুরুষরা চরম বৈরি মনোবাবা সম্পন্ন ছিল। অন্যান্য মহিলা প্রশিক্ষণাদীনদের মতো নিলোফার রাহমানীকেও তাঁর প্রশিক্ষণের বিষয়টি অত্যন্ত গোপন রাখতে হয়েছিল। এমনকী তাঁর ছোট ভাইবোনরাও জানত না, তিনি ঠিক কী করছেন। জানতে পারলে 'লোকললজ্জা'র মুখে পড়তে পারত তার পরিবার। 

610

এই কড়া চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও নিলোফার রাহমানী এয়ার ফোর্স ওরিয়েন্টেশন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাকশনের বেসিক অফিসার ট্রেনিং সম্পূর্ণ করেন। তারপর, তাঁকে যুদ্ধবিমান ওড়ানো শেখার অনুমতি দেওয়া হয়েছিল। সেই প্রশিক্ষণের আগে তিনি কোনদিন বিমানেই ওঠেননি। তাও একেবারে প্রথম থেকেই সহজাত প্রতিভায় যুদ্ধবিমান ওড়াতে শুরু করেছিলেন তিনি। 
 

710

যুদ্ধবিমান ওড়াতে ওড়াতে নিলোফার জীবনকেও নতুনবাবে দেখতে শুরু করেছিলেন। আকাশে, পাখিদের সঙ্গে উড়তে উড়তে তিনি এক 'অবিশ্বাস্য স্বাধীনতা এবং অবিচ্ছিন্ন উচ্ছ্বাস' অনুভব করেছিলেন, বলে বইয়ে লিখেছেন তিনি। ২০১৩ সালে নিলোপার রাহমানী আফগান বিমান বাহিনীর প্রথম মহিলা ফিক্সড-উইং পাইলট হয়েছিলেন। 
 

810

তবে ওড়ার স্বাধীনতা বেশিদিন থাকেনি তাঁর। দুর্ভাগ্যবশত, দ্রুতই তাঁর আফগান জাতীয় বাহিনীর হয়ে বিমান ওড়ানোর খবর প্রকাশ পেয়ে যায়। এর পরিণতিতে তার বাবার চাকরি যায়। তাঁর বোনকে তাঁর স্বামী বাড়ি থেকে বের করে দিয়েছিল। আর তাঁর ভাইকে দু'দুবার হত্যার চেষ্টা করা হয়। একটি বিমানের কমান্ডিং অফিসার এবং আফগান বায়ুসেনার একজন ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও, ঘাঁটিতে তাঁকে বোরখা পরে ঘুরতে হতো। পাছে, তাঁকে কেউ চিনে ফেলে। 
 

910

নিলোফার বেশিদিন ওভাবে থাকতে পরেননি। ২০১৯ সালে, তাঁকে আশ্রয় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরিবারও তাঁর সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। যদিও আমেরিকায় গিয়েও পুরোপুরি নিরাপদ হতে পারেননি তাঁরা। সেই কারণে সেখানে ঠিক কোথায় বাস করেন, তা কাউকে জানান  না। 

 

1010

তবে আবার ওড়ার স্বপ্ন দেখছেন, প্রথম আফগান মহিলা পাইলট নিলোফার রাহমানী। আমেরিকান নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তিনি। তার ইচ্ছা মার্কিন বায়ুসেনা বাহিনীতে যোগদান করা। তাহলেই ফের পাখিদের কাছাকাছি পৌঁছতে পারবেন তিনি। র পরিকল্পনা করেছেন। 

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
LIVE NEWS UPDATE: IND vs SA - একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণর দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে
Recommended image2
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে
Recommended image3
News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image4
LIVE NEWS UPDATE: সুপার কাপ ফাইনাল - 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Recommended image5
৫ বছরের জন্য পাকিস্তানের CDS আসিম মুনির, 'শাহবাজের চালাকি' বলল ভারত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved