- Home
- World News
- International News
- ট্রাম্পের সঙ্গে বৈঠক থেকে কিমের দাম্পত্য, দেখুন উত্তর কোরিয়ার রাষ্ট্র প্রধানের বর্ণময় জীবনের ছবি
ট্রাম্পের সঙ্গে বৈঠক থেকে কিমের দাম্পত্য, দেখুন উত্তর কোরিয়ার রাষ্ট্র প্রধানের বর্ণময় জীবনের ছবি
- FB
- TW
- Linkdin
৮ জানুয়ারি, ১৯৮৪ জন্ম গ্রহণ করে কিম জং উন। কিম জং ইলের চতুর্থ সন্তান তিনি। বাবার মৃত্যুর পরই নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্ক পার্টির প্রধান কিম জং উন। দেশের সামরিক, প্রতিরক্ষা থেকে শুরু করে দলেরও সর্বোচ্চ ক্ষমতা তাঁর হাতে। বাবার মৃত্যুর আগে থেকেই ধীরে ধীরে ক্ষমতার অলিন্দে প্রবেশ।
২০০৯ সালে রি সোল জু নামে এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করেছিলেন । তবে রি সোল জু সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়না। সূত্রের খবর স্ত্রী অতীত মুছে দিয়েছেন কিম। শোনা যায় চিন থেকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ নিয়েছিলেন রি।
রি সোল জু বরাবরই লোকচক্ষুর অন্তরালে থাকেন। কিম আর রি-এর তিন সন্তান রয়েছে। তবে জানা যায় রি পিয়ংইয়ং-এর একটি প্রতিষ্ঠিত পরিবারের কন্যা ছিলেন। মা চিকিৎসক। আর বাবা ছিলেন ডাক্তার।
একের পর এক মিসাইল তৈরি করে বিশ্বজুড়ে রীতিমত ত্রাস তৈরি করেছিলেন কিম জং উন। প্রথম থেকেই তাঁর নিশানায় ছিল মার্কিন প্রশাসন।
পরপর দুবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকও করেন কিম। তবে এখনও তেমন কোনও পরিবর্তন দেখতে পায়নি বিশ্ববাসী।
কিছুটা সুর নরম করে চির প্রতিদ্বন্দ্বী দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বন্ধুত্বের হাত বাড়িয়ে ছিলেন কিম। বৈঠকও করেছেন মুনের সঙ্গে।
চিনের প্রতি বিশ্বস্ততা রয়েছে কিমের। সূত্রের খবর উত্তর কোরিয়ার দাপুটে এই শাসক নাকি বিমানে চড়তে ভয় পান। তাই ট্রেনে করেই পাড়ি দেন চিনে।
কিমের পর কে ? গোটা বিশ্ব জুড়েই চলছে জল্পনা। উঠে এসছে কিমের বোন ইয়ো জং-এর নাম। দক্ষণ কোরিয়ার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। সূত্রের খবর দাদার ছত্রছায়ায় থেকে নিজেকে তৈরি করছিলেন তিনি।
কার্ডিও ভাসকুরাল অপারেশ হয়েছে তাঁর। তারপর থেকেই আর তেমন কোনও খবর পাওয়া যায় না। একটি সূত্র বলছে গুরুতর অসুস্থ তিনি। অন্য একটি সূত্র বলছে বর্তমানে স্থিতিশীল কিম। উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সম্পূর্ণ কর্তৃত্ব তাঁর হাতে রয়েছে। কিন্তু চুপ থেকে উত্তর কোরিয়ায় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।