- Home
- World News
- International News
- কোমায় রয়েছেন কিম জং উন, তাই বোনের হাতেই ক্ষমতা, উত্তর কোরিয়ার সর্বময় কর্তাকে নিয়ে ফের তোলপাড় বিশ্বে
কোমায় রয়েছেন কিম জং উন, তাই বোনের হাতেই ক্ষমতা, উত্তর কোরিয়ার সর্বময় কর্তাকে নিয়ে ফের তোলপাড় বিশ্বে
- FB
- TW
- Linkdin
গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। তিনি কোমায় রয়েছেন। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে-জুংয়ের প্রাক্তন এক সহযোগী।
তাঁর আরও দাবি, গুরুতর অসুস্থতার কারণেই কিম জং উন কিছু ক্ষমতা তাঁর বোন কিম জং ইয়োর হাতে তুলে দিয়েছেন। যে কারণে কিম জং ইয়ো এই মুহূর্তে হয়ে উঠেছেন দেশের দ্বিতীয় সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি।
সোস্যাল মিডিয়ায় এক পোস্টে চাং সং-মিন নামে ওই উপদেষ্টা জানিয়েছেন, উত্তর কোরিয়ার কোনও নেতাই, এক যদি অভ্যুত্থানের মাধ্যমে গদিচ্যুত না হন বা খুব অসুস্থ হয়ে শাসন করার মতো অবস্থায় না থাকেন, নিজের ক্ষমতা, কর্তৃত্ব অন্যের হাতে তুলে দেন না। বস্তুত এটাই পরম্পরায় হয়ে আসছে। উত্তর কোরিয়ার বর্তমান শাসক এর ব্যতিক্রম হবেন না।
চাং নিজের আগের দাবিরই পুনরাবৃত্তি করেন যে, কিম জং-উন শয্যাশায়ী, শাসন করার শক্তিই নেই।
দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিকের আরও দাবি , সাম্প্রতিক কয়েক মাসে কিমের শরীর-স্বাস্থ্য ঘিরে জল্পনা, গুজব খারিজ করতে তাঁর যত ছবি উত্তর কোরিয়া প্রকাশ করেছে, সেসবই মিথ্যা, জাল। চাং বলেছেন, আমার ধারণা, উনি কোমায়, তবে মারা যাননি। পুরোপুরি ক্ষমতা হাতবদলের পরিকল্পনা তৈরি হয়নি, কিন্তু দীর্ঘ সময় ধরে শূন্যতা বজায় রাখা চলতে পারে না, তাই কিম ইয়ো-জংকে সামনে তুলে ধরা হচ্ছে।
তবে কিম এখনও মারা যায়নি বলেই ধারণ দক্ষিণ কোরিয়ার ওই কূটনীতিকের। সোশ্যাল মিডিয়া পোস্টে চাং লিখেছেন, 'আমার ধারনা উনি (কিম জং উন) কোমায় চলে গিয়েছেন। তবে উনি জীবিত আছেন। কারণ কিমের উত্তরসূরী নির্বাচনের কাজ এখনও শেষ হয়নি। আর দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় শূন্যতা ধরে রাখা যায় না। অসুস্থতার কারণে কিম জং উন নিজের হাত থেকে ক্ষমতার রাশ ক্রমশ আলগা করছেন। তিনি কিছু কিছু ক্ষমতা বোনের হাতে তুলে দিচ্ছেন।'
প্রসঙ্গত, কিম জং উনের পর কিম জং ইয়ো-এর হাতে যদি দেশের শাসনভার যায়, তবে এই প্রথম এক জন মহিলা উত্তর কোরিয়াকে নেতৃত্ব দেবেন।
এদিকে, কিম জং উনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় তৎপর হয়ে উঠেছে পিয়ং ইয়ংও। গত কয়েক মাসে নিজেদের দেশের রাষ্ট্রপ্রধানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা। সেইসঙ্গে দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার এই বিতর্কিত শাসক সম্পূর্ণ সুস্থ আছেন।
উত্তর কোরিয়ার মিডিয়া বলেছে, কিম সম্প্রতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে তৈরি হওয়া মারাত্মক চ্যালেঞ্জগুলিও খতিয়ে দেখেছেন।
এও শোনা যাচ্ছে, দেশকে খাদ্যসঙ্কট থেকে বাঁচাতে নিজেদের পোষ্য কুকুর প্রশাসনের হাতে তুলে দিতে বলা হয়েছে দেশবাসীকে।