MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • World News
  • International News
  • ব্রিটিশ মুদ্রা থেকে সরে যাচ্ছে দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি, কীভাবে এত বছর ধরে বদলেছিল মুদ্রায় রানির ছবি?

ব্রিটিশ মুদ্রা থেকে সরে যাচ্ছে দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি, কীভাবে এত বছর ধরে বদলেছিল মুদ্রায় রানির ছবি?

দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল যত দীর্ঘ, ব্রিটিশ যুক্তরাজ্যের নোটে রানির ছবিও রয়েছে তত বেশিদিন ধরেই। তাঁর ছবি ছাপানো হয়েছে ৬০ বছর ধরে। 

3 Min read
Author : Sahely Sen
Published : Sep 11 2022, 05:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে ঘটে গেছে ক্ষমতার বদল।  এ বার রানির প্রয়াণে বদলাতে চলেছে ব্রিটেনের নোট। কয়েকশো কোটি পাউন্ডের নোট আর কয়েন এ বার বদলে ফেলতে হবে ব্রিটেনকে। কারণ সেগুলিতে রয়েছে রানির প্রতিকৃতি।

215

৭০ বছর ধরে ব্রিটিশ যুক্তরাজ্যের মুদ্রায় বিরাজ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর বয়স বাড়ার সাথে সাথে মুখের আদল যত বদলেছে, সেই অনুযায়ী মুদ্রায় বদলেছে তাঁর প্রতিকৃতি।

315

দ্বিতীয় এলিজাবেথের শাসনকাল যত দীর্ঘ, ব্রিটিশ যুক্তরাজ্যের নোটে রানির ছবিও রয়েছে তত বেশিদিন ধরেই। তাঁর ছবি ছাপানো হয়েছে ৬০ বছর ধরে। এর আগে কোনও ব্রিটিশ শাসকের ছবি এত বছর ধরে মুদ্রা বা নোটে ছিল না।

415

১৯৫২ সালে রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। ১৯৫৩ সাল থেকে ব্রিটিশ যুক্তরাজ্যের কয়েনে রয়েছেন রানি। তাঁর পাঁচ রকম প্রতিকৃতি দিয়ে পাঁচ ধরনের কয়েন তৈরি হয়। তখন থেকেই মুদ্রায় স্থান পান রানি দ্বিতীয় এলিজাবেথ।

515

১৯৬৯ সাল থেকে ব্রিটিশ যুক্তরাজ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপা নোট চালু হয়। তার আগে পর্যন্ত এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জের ছবি ছাপা নোট চালু ছিল সে দেশে।

615

ব্রিটেনে নোট ছাপার দায়িত্বে ব্যাঙ্ক অব ইংল্যান্ড। আর মুদ্রা তৈরি করে রয়্যাল মিন্ট (টাঁকশাল)। এ বার তাদের সামনে গুরুদায়িত্ব। রানির প্রতিকৃতি দেওয়া মুদ্রা আর নোট বাজার থেকে তুলে নিতে হবে। পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি দেওয়া নতুন মুদ্রা আর নোট ছাপিয়ে তা চালু করতে হবে।

715

ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, সে দেশে এখন রানির ছবি ছাপা ৪৭ লক্ষ নোট চালু রয়েছে, যার আর্থিক মূল্য ৮২০০ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাত লক্ষ ৫৬ হাজার ৭৩২ কোটি টাকা।

815

রয়্যাল মিন্ট জানিয়েছে, রানির প্রতিকৃতি বসানো ২,৯০০ কোটি মুদ্রা চালু রয়েছে ব্রিটেনে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি ছাপা নোট বৈধ থাকবে। এখনই তা বাতিল হওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রীয় শোকপালন শেষ হওয়ার পর নতুন নোট তৈরি নিয়ে তারা পরিকল্পনা গ্রহণ করবে।

915

কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং টাঁকশালের তরফে জানানো হয়েছে, রাতারাতি এই বিপুল পরিমাণ মুদ্রা এবং নোট বাজার থেকে তুলে নেওয়া হবে না। তা সম্ভবও নয়। বরং ধীরে ধীরে নতুন মুদ্রা এবং নোট বাজারে ছাড়া হবে। পুরনো এবং নতুন নোট ও মুদ্রার সহাবস্থান চলবে তখন। তার পর আবার ধীরে ধীরে রানির প্রতিকৃতি বসানো নোট ও মুদ্রা বাজার থেকে তুলে নেওয়া হবে।

1015

এই একই প্রক্রিয়া ঘটেছিল ২০১৭ সালে। তখন ব্রিটেনে এক পাউন্ডের গোলাকার মুদ্রার পরিবর্তে ১২ ধার-বিশিষ্ট নতুন এক পাউন্ডের মুদ্রা চালু করেছিল রয়্যাল মিন্ট। ছ’মাস ধরে ধীরে ধীরে বাজারে ছাড়া হয়েছিল নতুন মুদ্রা। পাশাপাশি তুলে নেওয়া হচ্ছিল পুরনো গোলাকার মুদ্রা। ছ’মাস পর বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়া হয় পুরনো মুদ্রাটি।

1115

তবে এ বার ঝামেলা অনেক বেশি। কারণ মুদ্রা এবং নোটের পাশাপাশি ডাকবাক্স এবং নতুন ইস্যু করা পাসপোর্টেও রদবদল করতে হবে। সেখানেও রানি দ্বিতীয় এলিজাবেথের পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি বসানো হবে।
 

1215

নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দিয়ে রয়্যাল মিন্ট জানিয়েছে, রানির প্রতিকৃতি বসানো পুরনো কয়েন এখনই বাতিল হচ্ছে না। তা বাজারে চালু থাকবে। প্রয়োজন হলে শোকপালন চলাকালীন রানির প্রতিকৃতি দেওয়া মুদ্রা নতুন করে তৈরিও করা হবে।

1315

শুধু ব্রিটেন নয়, কমনওয়েলথ সদস্যভুক্ত ৫৪টি দেশের কিছু মুদ্রা বা নোটেও রয়েছে রানির প্রতিকৃতি। এ বার তারা কী করবে, সেটাও প্রশ্ন।

1415

কানাডায় ২০ ডলারের প্লাস্টিক ব্যাঙ্কনোটে রয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি। ব্যাঙ্ক অব কানাডার মুখপাত্র আমেলি-ফেরোঁ-ক্রেগ জানিয়েছেন, আগামী কয়েক বছর দেশে এই নোট চলবে। ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক শাসক বদলানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে সে দেশে নোট পরিবর্তন করতে হবে, এমন কোনও আইনি বাধ্যবাধকতা নেই।

1515

অস্ট্রেলিয়ার পাঁচ ডলারের নোটেও রয়েছেন রানি। রিজার্ভ ব্যাঙ্ক অব অস্ট্রেলিয়া জানিয়েছে, এখনই ওই নোট বাতিল হচ্ছে না। বাজার থেকে তুলেও নেওয়া হচ্ছে না। আগামী কয়েক বছর চালু থাকবে এই নোট।

About the Author

SS
Sahely Sen
সহেলী সেন, সাব-এডিটর- কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি-তে স্নাতক। বাংলা থিয়েটার গ্রুপের হয়ে ভারত ও বাংলাদেশের মঞ্চে অভিনয় করেছেন। ২০১৯ সালে Yrals-এর হাত ধরে সাংবাদিকতায় অভিষেক। পিপার মিডিয়া এবং টিভি ৯ বাংলাতেও কনটেন্ট রাইটার হিসাবে কাজ করেছেন।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Iran Protests 2026: ইরানে ৩০০০ জন বিপ্লবীর মৃত্যু! খামেনেই প্রশাসনের ন্যাক্কারজনক অধ্যায়, দশকের সেরা প্রতিবাদ?
Recommended image2
যমদেবের জ্বলন্ত কড়াই কাওয়ান ইজেন! ভয়ঙ্কর এই হ্রদের জলে ভাজা ভাজা হতে পারে মানুষ
Recommended image3
মাচাদোর ট্রাম্পকে নোবেল 'দান', কী ব্যাখ্যা নোবেল কমিটির? কী হবে ১০ কোটি আর্থিক পুরস্কারের
Recommended image4
গ্রিনল্যান্ডের অধিগ্রহণ না মানলেই চাপবে আরও শুল্ক! ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
Recommended image5
ট্রাম্পের কথাতেই ৮০০ ফাঁসির সাজা রদ করেছে ইরান! তেহেরানকে ধন্যবাদ মার্কিন প্রেসিডেন্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved