- Home
- World News
- International News
- যুদ্ধের ইউক্রেন ছেড়ে সাময়িক আনন্দ, রোমানিয়া সীমান্তে জন্মদিন পালন ভারতীয় ছাত্রের
যুদ্ধের ইউক্রেন ছেড়ে সাময়িক আনন্দ, রোমানিয়া সীমান্তে জন্মদিন পালন ভারতীয় ছাত্রের
রাশিয়ার হামলার বিপর্যস্ত ইউক্রেন (Russia-Ukraine war)। যুদ্ধের ইউক্রেন থেকে পালিয়ে কোনও রকম রোমানিয়া সীমান্ত ( Romanian border) আশ্রয় নিয়েছে ভারতীয় শিক্ষার্থীরা ( Indian student)। দেশে ফেরার অপেক্ষায় প্রহর গুণছে। কিন্তু তারই মধ্যে নিজেদের প্রানোচ্ছ্বল রাখার জন্য আশ্রয় শিবিরেই নিজের জন্মদিন পালন করল কার্তিক নামের এক শিক্ষার্থী। যা নিয়ে প্রবল উত্তেজিত হয়ে পড়ে ওই ক্যাম্পের বাকি পড়ুয়ারা। কিছুটা সময় অন্তত যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতির বাইরে অন্য কিছু নিয়ে তারা মেতে উঠেছিল। গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই রবিবার যুদ্ধ ১০ দিনে পড়ল। টানা ৯ দিন যুদ্ধের পর রাশিয়া এই প্রথম পাঁচ ঘণ্টার যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে।
- FB
- TW
- Linkdin
আরও পাঁচটা ভারতীয় পড়ুয়ার মত কার্তিকও দেশে ছেড়ে আত্মতীয় আর পরিজনদের ছেড়ে ইউক্রেনে গিয়েছিল পড়াশুনা করতে। যুদ্ধের কারণে আটকে পড়েছিল কার্তিক। কোনও রকমে জীবনের বাজি রেখে রোমানিয়া সীমান্তে উপস্থিত হয়েছে।সঙ্গে রয়েছে আরও ভারতীয় শিক্ষার্থী।
গত বৃহস্পতিবার ছিল কার্তিকের জন্মদিন। রোমানিয়ায় একটি শরনার্থী ক্যাম্পেই দিন কাটছে কার্তিকের। ক্যাম্পে যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি এখন তার সঙ্গী। কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি থেকে নিস্ক্রিতী পেতেই জন্মদিনের আয়োজন করেছিল কার্তিক।
রোমানিয়ার ক্যাম্পেই জন্মদিনের আয়োজন করা হয় কার্তিকে। কেকের পাশাপাশি ছিল খাবারেরও আয়োজন। যুদ্ধের স্মৃতিকে সাময়িক বিরতি দিয়েই জন্মদিনের আনন্দে মেতে ওঠে ভারতীয় পড়ুয়ারা। কার্তিকের জন্মদিনে তাঁর সঙ্গেই সামিল হয় চেনা-অচেনা বন্ধুরা।
যুদ্ধের ইউক্রেনের দিনের পর দিন কাটিয়েছে। গোলা, গুলি আর বোমার শব্দে অতিষ্ট হয়ে প্রাণ হাতে করে নিয়েই দিন কাটিয়েছেন। কেউ কেউ একটা সময় হয়তো ভেবেছিল যে ইউক্রেনেই শেষ হয়ে যাবে জীবন। কিন্তু কেন্দ্রীয় সরকার দেরিতে হলেই ইউক্রেনে আটকে পড়াদের উদ্ধারে যথেষ্টই তৎপর। চালু হয়েছে আপারেশন গঙ্গা। ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড, রোমানিয়া ও হাঙ্গেরি বিমান পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার।
ভারতের বাসিন্দা কার্তিক। বিজনৌর গ্রামে তাঁর বাড়ি। রোমানিয়ার ক্যাম্পেই অপেক্ষায় দিন কাটছে কার্তিকের। তবে কার্তিকের জন্মদিন ঘিরে বাকিদের মধ্যেই ছিল চূড়ান্ত উদ্দীপনা।
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে আপারেশন গঙ্গা চালু করেছে কেন্দ্রীয় সরকার। রাশিয়ার যুদ্ধে ঘোষণার পর থেকেই ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দিয়েছে। তাই সরসারি যুদ্ধের ইউক্রেনে বিমান চালাতে পারছে না ভারত। বিমান পাঠান হচ্ছে প্রতিবেশী হাঙ্গেরি, রোমানিয়া, পোল্যান্ডে।
এয়ার ইন্ডিয়ার বিমান প্রথম ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের কাজ শুরু করে। পরবর্তীকালে আরও বেশ কয়েকটি বিমান পরিষেবা দেওয়ার কথা জানায়। কেন্দ্রীয় সরকার ভারতীয়দের উদ্ধারে বায়ু সেনার বিমানও পাঠাচ্ছে।
ইউক্রেনে এখনও পর্যন্ত আটকে রয়েছে ভারতীয়রা। বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত খারকিভ ও সুমাতে শতাধিক পড়ুয়া আটকে রয়েছে বলেও জানা গেছে। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারত।
রাশিয়া পাঁচ ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে। যার মূল উদ্দেশ্যই হল ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ও অন্যান্য বিদেশ নাগরিকরা যাতে নিরাপদ করিডোর দিয়ে ইউক্রেন ছাড়তে পারে। রাশিয়া ভারতীয় ও অন্যান্য নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বলেও রাষ্ট্র সংঘে জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই রবিবার যুদ্ধ ১০ দিনে পড়ল। টানা ৯ দিন যুদ্ধের পর রাশিয়া এই প্রথম পাঁচ ঘণ্টার যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে।