আইপিএলে সবথেকে বেশি সেঞ্চুরি কোন তারকাদের, নতুন মরসুম শুরুর আগে দেখে নিন তালিকা
৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২১। ১৪ তম মরসুমের জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন প্রত্যেক দলের প্লেয়াররা। চার ছয়ের ফুলঝুরি ফোটানোর জন্য প্রস্তুত রথী-মহারথীরা। টি২০ ক্রিকেট হলেও আইপিএলের ১৩ মরসুমে একাধিক সেঞ্চুরি উপহার দিয়েছেন প্লেয়াররা। আইপিএল শুরুর আগে দেখে নিন সেরা পাঁচ সেঞ্চুরি স্কোরার কারা।
16

১.নাম- ক্রিস গেইল
সেঞ্চুরি- ৬টি
আইপিএল ম্যাচ- ১৩২টি
দল- কেকেআর, আরসিবি, পঞ্জাব কিংস
26
২.নাম- বিরাট কোহলি
সেঞ্চুরি- ৫টি
আইপিএল ম্যাচ- ১৯২টি
দল- আরসিবি
36
৩.নাম- ডেভিড ওয়ার্নার
সেঞ্চুরি- ৪টি
আইপিএল ম্যাচ- ১৪২টি
দল- দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ
46
৪.নাম- শেন ওয়াটসন
সেঞ্চুরি- ৪টি
আইপিএল ম্যাচ- ১৪৫ ম্যাচ
দল- রাজস্থান রয়্যালস, আরসিবি, সিএসকে
56
৫.নাম- এবি ডিভিলিয়ার্স
সেঞ্চুরি- ৩টি
আইপিএল ম্যাচ- ১৬৯টি
দল- দিল্লি ডেয়ারডেভিলস, আরসিবি
66
এছাড়া ৬ থেকে ১৫ পর্যন্ত একাধিক ব্যাটসম্যান রয়েছে যারা দুটি করে সেঞ্চুরি করেছে। সেই তালিকায় রয়েছে শিখর ধওয়ান, অজিঙ্কে রাহানে, ব্রেন্ডন ম্যাকালাম, বীরেন্দ্র সেওয়াগ, কেএল রাহুল, মুরালি বিজয়, সঞ্জু স্যামসন, অ্যাডাম গিলক্রিস্ট, বেন স্টোকস, হাসিম আমলা।
Latest Videos