৭ ম্যাচে ৫ হার, কোন পথে ঘুড়ে দাঁড়াবে কেকেআর জানালেন কোচ ও অধিনায়ক
হায়দরাবাদের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল কেকেআর। তারপর টানা ৪ হার।পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ জিতলেও, দিল্লির বিরুদ্ধে ফের ৭ উইকেটে লজ্জার হার। ক্রমশ কঠিন হয়ে হচ্ছে কেকেআরের শেষ চারে ওঠার রাস্তা। তবে এখনও আশা ছাড়ছেন না কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও অধিনায়ক ইয়ন মর্গ্যান।

একের পর এক হতশ্রী পারফরমেন্স। বিপর্যস্ত কলকাতা নাইট রাইডার্স। দিল্লি বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি নাইটরা। একতরফা ম্যাচে পৃথ্বি শ-য়ের ব্যাটিং তাণ্ডেবের কাছে হার স্বীকার করতে হয়েছে কেকেআরকে।
হারের পর প্লেয়ারদের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অধিনায়ক মর্গ্যান ও কোচ ম্যাকালাম। কিন্তু এখনও ঘুড়ে দাঁড়ানোর আশা ছাড়ছেন না কোচ ও অধিনায়ক। কোন পথে ঘুড়ে দাঁড়াবে দল তাও জানিয়ে দিলেন ম্যাকালাম-মর্গ্যান জুটি।
দিল্লির বিরুদ্ধে হারের পর অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেছেন,'আগামী দিনে আমি চাই দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও আরও দায়িত্ব নিক। নিজেদের খেলা আরও সৎ ভাবে বিচার করতে হবে আমাদের। না হলে, যারা পরিশ্রম করছে এবং মাঠে নেমে ভাল খেলছে তাদের উপর অবিচার করা হবে।'
এছাড়াও মর্গ্যান বলেছেন,'আশা করা যায় আমরা দ্রুত ঘুরে দাঁড়াব। আমাদের দলে অনেক প্রতিভা রয়েছে। কিন্তু শুধু প্রতিভার উপর ভিত্তি করে বেশিদূর এগনো যায় না। মাঠে নেমে তার উদাহরণ দিতে হয়। আমরা সেই কাজটা এখনও পারিনি।'
এখন দেখার বিষয় এটাই দলে পরিবর্তন করে কি সাফল্যের মুখ দেখতে পাবে কলকাতা নাইট রাইডার্স। হাসি ফোটাতে কি পারবে হতাশ কেকেআর সমর্থকদের মুখে।