- Home
- Sports
- Cricket
- আইপিএলের মাঝে প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রাইভেট বিমানে বিরাট কোহলি, ভাইরাল ছবির রহস্য কী
আইপিএলের মাঝে প্রাক্তন প্রেমিকার সঙ্গে প্রাইভেট বিমানে বিরাট কোহলি, ভাইরাল ছবির রহস্য কী
- FB
- TW
- Linkdin
আইপিএলের প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে হারিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়ের পর উচ্ছাসে মাততেও দেখা গিয়েছে আরসিবি অধিনায়ককে।
কিন্তু সেই আনন্দের মাঝে নয়া বিতর্কে জড়ালেন বিরাট কোহলি। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিরাটের ছবি সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় ‘বাহুবলী’-খ্যাত তামান্না ভাটিয়া একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখায় যায় প্রাইভেট জেটে বসে রয়েছে তারকা অভিনেত্রী। বেশ খোশ মেজাজেই রয়েছেন তিনি।
এক সময় বিরাট কোহলি ও তামান্না ভাটিয়ার প্রেমের খবর নিয়ে সরগরম ছিল বিনোদন ও ক্রিকেট দুনিয়া। তবে সেসব এখনন অতীত। কোনও পরিণতি পায়নি সেই সম্পর্ক।
বর্তমানে বিরাট বলি তারকা অনুষ্কা শর্মা সঙ্গে দাম্পত্য জীবন উপভোগ করছেন। সদ্য কন্যা সন্তান ভামিকার বাবা-মা হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।
ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। শুরু হয়ে যায় নানা ধরনের আলোচনাও। নেটিজেনরা নানা মজাদার কমেন্টও করে তামান্না ভাটিয়ার ছবিতে।
একইসঙ্গে সকলের মনে এই প্রশ্নও জাগছে বর্তমানে বিরাট কোহলি তো আইপিএল খেলতে ব্যস্ত রয়েছে। জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন তিনি। তাহলে তামান্না সঙ্গে প্রাইভেট জেটে কী করে পৌছলেন তিনি।
সম্প্রতি প্রাইভেট জেটে করে হায়দরাবাদ গিয়েছিলেন তামান্না ভাটিয়া ও তার মেকআপ আর্টিস্টরা। তামান্নার ওসেব সিরিজ 'ইলেভেন্থ আওয়ার'-এর প্রমোশনে গিয়েছিলেন তারা।
তবে অবশেষে ওই ব্যক্তি যে বিরাট কোহলি নয়, তা জেনে স্বস্তি পেয়েছেন বিরাট ও অনুষ্কার ভক্তরা। ভারত ও আরসিবি অধিনায়ক যে একজন আদর্শ স্বামী ও বাবা সেই ইমেজই বজায় থাকল বিরাট কোহলির।