- Home
- Sports
- Cricket
- অরেঞ্জ ও পার্পল ক্যাপ সহ এক গুচ্ছ পুরস্কার, জেনে নিন কোন তারকার ঝুলিতে গেল কী অ্য়াওয়ার্ড
অরেঞ্জ ও পার্পল ক্যাপ সহ এক গুচ্ছ পুরস্কার, জেনে নিন কোন তারকার ঝুলিতে গেল কী অ্য়াওয়ার্ড
- FB
- TW
- Linkdin
আইপিএল চ্যাম্পিয়ন-
ফাইনালে দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হল মুম্বই ইন্ডিয়ান্স।ফাইনালে কার্যত একতরফাভাবে যেতে রোহিত শর্মার দল। মুম্বই অধিনায়ককে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ।
আইপিএল রানার্সআপ-
প্রথমবার ফাইনালে উঠেও চ্য়াম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ হয়নি দিল্লি ক্য়াপিটালসের। দিল্লির অধিনায়ক শ্রেয়স আইয়রকে রানার্সআপে চেক তুলে দেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
অরেঞ্জ ক্যাপঃ কে এল রাহুল
এবারের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব প্লে অফে না পৌছলেও, অনবদ্য ব্যাটিং উপহার দিয়েছেন অধিনায়ক কেএল রাহুল। ১৪ ইনিংসে ৫৫. ৮৩ গড়ে করেছেন ৬৭০ রান। ১৪ ম্যাচে কেএল রাহুল যেই রান করেছেন তা অন্য়ান্য ব্যাটসম্যানরা ১৬ বা ১৭ ম্যাচ খেলেও করতে পারেননি।
পার্পল ক্যাপঃ কাগিসো রাবাডা-
দিল্লি ক্যাপিটালস দল ফাইনালে পৌছানোর অন্যতম কারিগর কাগিসো রাবাডা। ৮-এর থেকে একটু বেশি ইকোনমি রেটে মোট ৩০টি উইকেট পেয়েছে প্রোটিয়া তারকা।
গেম চেঞ্জারঃ কেএল রাহুল-
এবারের আইপিএলে অসংখ্যা অনবদ্য ইনিংস খেলেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। সেই কারণে তাকে গেম চেঞ্জার অফ দ্য সিজন অ্যাওয়ার্ড পান তিনি। মোট ৯৭৬ আইপিএল ফ্যান্টাসি পয়েন্ট পেয়েছেন তিনি।
সবথেকে বেশি ছয়ঃ ইশান কিষাণ-
এবারের আইপিএলে ব্য়াট হাতে অনবদ্য পারফরমেন্স করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ তারকা ইশান কিষাণ। সবথেকে বেশি ছক্কা মারার দৌড়েও সকলকে ছাপিয়ে গিয়েছেন তিনি। মোট ৩০টি ছয় এবারের আইপিলে মেরেছেন তিনি।
এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ারঃ দেবদূত পাড়িকল-
এবারের আইপিএলে যে সকল তরুণ তারকারা নজর কেড়েছে তাদের মধ্যে একেবারের ওপরের সারিতে রয়েছেন আরসিবি তরুণ ওপেনার দেবদূত পাড়িকল। টুর্নামেন্টে মোট ৪৭৩ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৫টি হাফ সেঞ্চুরিও। তাকে এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পাওয়ার প্লেয়ার অফ দ্য ইয়ারঃ ট্রেন্ট বোল্ট-
এবারের আইপিএলে বল হাতে অনবদ্য পারফরমেন্স করেছেন মুন্বই ইন্ডিয়ান্সের কিউই পেসার ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লে-তে সবথেকে বেশি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া প্রতিযোগিতায় মোট ২৫টি উইকেট রয়েছে তার ঝুলিতে। বোল্টকে পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন অ্য়াওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে।
সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন-
এবারের আইপিএলে সবথেকে বেশি স্ট্রাইক রেটে যিনি ব্যাট করেছেন তার নাম কায়রন পোলার্ড। ২৬৮ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৯১.৪২। তার বিদ্ধংসী স্ট্রাইক রেটের জন্য সুপার স্ট্রাইকার অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ইয়ারঃ জোফ্রা আর্চার-
এবারের আইপিএলে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন রাজস্থান রয়্যালসের জোফ্রা আর্চার। গোটা টুর্নামেন্টে ২০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫টি ক্যাচ, ১৭৫টি ডট বল এবং ব্যাট হাতে ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি ৷
ফেয়ার প্লে অ্য়াওয়ার্ডঃ মুম্বই ইন্ডিয়ান্স-
এবারের আইপিএল শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়,ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ সবদিক থেকেই চ্যানম্পিয়ন রোহিত শর্মা ব্রিগেড।