- Home
- Sports
- Cricket
- দিল্লি বনাম রাজস্থান ম্য়াচে কোন কোন প্লেয়ার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে
দিল্লি বনাম রাজস্থান ম্য়াচে কোন কোন প্লেয়ার হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে
আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দ্বিতীয় লেগের এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে দুই দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা ফর্মে থাকলে একাই তার দলকে জয় এনে দিতে সক্ষম। তো চলুন দেখা যাক আজ দিল্লি বনাম রাজস্থান ম্যাচে কোন কোন প্লেয়ার হয়ে উঠতে পারে তারকা। কাদের পারফরমেন্সের উপর ভরসা রেখে প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা।
| Published : Oct 14 2020, 06:08 PM IST
- FB
- TW
- Linkdin
পৃথ্বী শ-
এবারের আইপিএল দুরন্ত ফর্মে রয়েছেন তরুণ ভারতীয় ব্যাটসম্যান পৃথ্বী শ। দিল্লি ক্যাপিটালস দলের ওপেনিংয়ে বড়সড় ভরসার হয়ে উঠেছেন তিনি। শেষ ম্যাচে রান না পেলেও, আজ রাজস্থানের বিরুদ্ধে ফের রানে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন পৃথ্বী।
শিখর ধওয়ান-
এবারের আইপিএলে রানের মধ্যে থাকলেও, বড় স্কোর করতে পারছিলেন না শিখর ধওয়ান। কিন্তু মুম্বই ম্য়াচে ৬৯ রান করে সেই খরা কাটিয়েছেন। এবার দ্বিতীয় লেগে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন গব্বর।
শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি দলের মিডল অর্ডারে সেরা ভরসা তিনি। শেষ ম্যাচে দল হারলেও, রাজস্থানের বিরুদ্ধে দলকে জয়ের সরণিতে আনা ও নিজে ব্যাটে বড় রান করার অপেক্ষায় রয়েছেন শ্রেয়স।
মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। তাই আজকের ম্য়াচে স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা।
রবিচন্দ্র অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বেস তাবড় তাবড় ব্যাটসম্যান। গত ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধেওভাল বোলিং করেছেন অশ্বিন। আজ রাজস্থানের বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।
কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। শেষে ম্যাচেও ২ উইকেট পেয়েছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।
বেন স্টোকস-
গত ম্যাচে এবারের আইপিএলের প্রথম ম্য়াচ খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। আজকের ম্যাচে দিল্লির বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বেন স্টোকস।
স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাননি তিনি। আজ দিল্লির বিরুদ্ধে স্মিথের ফর্মে ফেরার অপেক্ষায় রাজস্থান সমর্থক থেকে টিম ম্য়ানেজমেন্ট।
জস বাটলার-
এবারের আইপিএলে নিজের সেরা ফর্মে নেই ব্রিটিশ তারকা ব্যাটসম্যান জশ বাটলার। মাঝে দু-একটি ম্য়াচ ছাড়া সেবাবে কথা বলেনি তার ব্যাট। আজ দিল্লির বিরুদ্ধে বাটলারের রানে ফেরার দিকে নজর রয়েছে সকল রয়্যালস ভক্তদের।
রাহুল তেওয়াটিয়া-
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। শেষ ম্য়াচে সানরাইজার্সের বিরুদ্ধে অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। আজও নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
সঞ্জু স্যামসন-
প্রথম দুটি ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু তারপর থেকে আর সঞ্জুর ব্যাটে নেই রান। তাই আজ দিল্লি মত শক্তিশালী দলের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন সঞ্জু স্যামসন।
জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।