কেকেআর ও রাজস্থানের শেষ সুযোগ, জানুন সুপার ফাইটে নজরে কোন কোন তারকা
- FB
- TW
- Linkdin
শুভমান গিল-
ধারাবাহিকতার অভাবে এবারের আইপিএলে প্রথম থেকেই ভুগেছেন শুভমান গিল। পঞ্জাবের বিরুদ্ধে ৫৭ রান করলেও, সিএসকের বিরুদ্ধে ২৬ রানেই আউট হন তিনি। আজ অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান করতে মরিয়া হয়ে রয়েছেন শুভমান গিল।
ইয়ন মর্গ্যান-
দীনেশ কার্তিকের অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার পর কেকেআরের দায়িত্ব সামলাচ্ছেন ইয়ন মর্গ্যান।। ব্যাট হাতে রানের মধ্যে থাকলেও, অধিনায়ক হিসেবে সময়টা ভাল যাচ্ছে না ব্রিটিশ তারকার। শেষ ম্যাচে চেন্নাইের বিরুদ্ধে মাত্র ১৫ রান করেন তিনি। আজ ব্যাট হাতে বড় রান করার পাশাপাশি দলকে জয় এনে দিতে মরিয়া নাইটদের অধিনায়ক।
দীনেশ কার্তিক-
ব্যাটিংয়ে মনযোগ দেওয়ার জন্য অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দীনেশ কার্তিক। কিন্তু তারপরও বড় রান করতে পারেননি তিনি। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে ১০ বলে ২১ রানের ছোট ইনিংস কেলেছিলেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন ডিকে।
প্যাট কামিন্স-
কেকেআরের পেস বোলিং অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র প্যাট কামিন্স। নিজের সেরা ফর্মে না থাকলেও, খুব একটা খারাপ পারফর্ম করেননি তিনি। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ ম্যাচেও নিয়েছেন ২ উইকেট। আজ নিজেরে সেরাটা উজার করে দিতে চাইছেন অজি তারকা।
লকি ফার্গুসন-
কেকেআরের প্রথম এগারোতে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত বোলিং করছিলেন লকি ফার্গুসন। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ৪ ওভারে ৫৪ রান দিয়েছিলেন তিনি। আজ ফের আগুনে বোলিং করতে মুখিয়ে রয়েছেন কিউই তারকা।
বরুণ চক্রবর্তী-
এবারের আইপিএলে কেকেআর দলের অন্যতম সেরা আবিষ্কার বরুণ চক্রবর্তী। ধারাবাহিক পারফরমেন্সের কারণে সুযোগ পেয়েছেন ভারতীয় দলেও। সিএসকের বিরুদ্ধেও ২০ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। কিন্তু আজ ডু অর ডাই ম্যাচে আরও একবার মিস্ট্রি স্পিনারের দিকে তাকিয়ে কেকেআর সমর্থকরা।
বেন স্টোকস-
মুম্বইের বিরুদ্ধে বিধ্বংসী শতরান করার পর, পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ উইনিং অর্ধশতরান করে দুরন্ত ফর্মে রয়েছেন ব্রিটিশ তারকা বেন স্টোকস। বেন স্টোকসের ফর্ম রীতিমত আতঙ্ক হয়ে উঠেছে কেকেআরের কাছে। আজকের ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্ম ধরে রাখতে চাইছেন বেন স্টোকস।
স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে ফের রানে ফিরেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। পঞ্জাবের বিরুদ্ধে করেছেন ২০ বলে ৩১ রান আজ কেকেআরের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।
জস বাটলার-
জস বাটলারের ফর্ম নিয়ে চিন্তায় ছিল রাজস্থান রয়্য়ালস শিবির। তবে ধীরে ধীরে ছন্দে ফিরেছেন তিনি। পঞ্জাবের বিরুদ্ধেও ১১ বলে ২২ রানের ছোট অথচ কার্যকরী ইনিংস খেলেছিলেন তিনি আজ নাইটদের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া জস বাটলার।
সঞ্জু স্যামসন-
প্রথম দুই ম্যাচে বড় রান করার পর সিরিজে ব্যাটে রানের খরা দেখা দিয়েছিল সঞ্জু স্যামসনের। মুম্বইয়ের বিরুদ্ধে ৩১ বলে ৫৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি।। পঞ্জাবের বিরুদ্ধেও করেছেন ২৫ বলে ৪৮ রান সঞ্জু ফর্মে ফেরায় স্বস্তি ফিরেছে রাজস্থান শিবিরে। আজও বড় রান করতে মরিয়া সঞ্জু স্যামসন।
রাহুল তেওয়াটিয়া-
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। আজ ফের কেকেআরের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধেও নিয়েছিলেন ২টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।