আরসিবি বনাম পঞ্জাব ম্যাচে কোন কোন ক্রিকেটার হতে পারে গেম চেঞ্জার, জেনে নিন এক ঝলকে
আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শারজায় মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কিংস ইলেভেন পঞ্জাব। দুই দলই তারকায় ভরপুর। তাই আজ শারজায় আরও একটি হাইস্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট প্রেমিরা। একইভাবে তারকা সমৃদ্ধ এই ম্যাচে ক্রিকেট প্রেমিদের নজরে থাকবে বেশ কিছু ক্রিকেটার। যারা একাই নির্ধারন করতে পারে ম্যাচের ভাগ্য। চলুন দেখা যাক আরসিবি বনাম কিংস ইলেভেন ম্যাচে নজরে থাকবে কোন কোন তারকা ক্রিকেটার।
| Published : Oct 15 2020, 06:13 PM IST
- FB
- TW
- Linkdin
বিরাট কোহলি-
আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে রান না পাওয়ায় বিরাট কোহলিকে নিয়ে হয়েছিল অনেক সমালোচনা। কিন্তু শেষ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন আরসিবি অধিনায়ক। সিএসকের বিরুদ্ধে খেলেছেন ৫২ বলে ৯০ রান ও ২৮ বলে ৩৩ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কোহলি। আজ পঞ্জাবের বিরুদ্ধেও বিরাটের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে আরসিবি ভক্তরা।
এবি ডিভিলিয়ার্স-
এবারের আইপিএলে বেশ কয়েকটি ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন এবি ডিভিলিয়ার্স। তবে মাঝে কয়েকটি ম্যাচে ডিভিলিয়ার্সের ব্যাটে রান আসেনি। তাবে কেকেআরের বিরুদ্ধে ৩৩ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন এবিডি। আজ পঞ্জাবের বিরুদ্ধে সেই ফর্ম ধরে রাখতে মরিয়া প্রাক্তন প্রোটিয়া তারকা।
অ্যারন ফিঞ্চ-
রানের মধ্যে থাকলেও এখনও নিজের সেরাটা উজার করে দিতে পারেননি অ্যারন ফিঞ্চ। কিছু ম্যাচে রান পেলেও বড় রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। আজও তার ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় আরসিবি টিম ম্যানেজমেন্ট।
ক্রিস মরিস-
দলে সুযোগ পেয়েই দুরন্ত পারফরমেন্স করেছেন আরও এক দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিস। কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। ব্যাট হাতেও শেষের দিকে দ্রুত রান তুলতে সক্ষম মরিস। পঞ্জাবের বিরুদ্ধে মরিসের জ্বলে ওঠার অপেক্ষায় সকলে।
যুজবেন্দ্র চাহল-
বল হাতে বিরাট কোহলির দলের সেরা ম্যাচ উইনারের নাম যুজবেন্দ্র চাহল। তার স্পিনের ভেলকির কাছে কাবু বড় বড় ব্যাটসম্যান। প্রয়োজনের সময় দলকে উইকেট এনে দেন চাহল। কেকেআর ম্যাচে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়োছেন ১ উইকেট। আজও চাহলের স্পিনের জাদুর দিকে তাকিয়ে সকলে।
ওয়াশিংটন সুন্দর-
ব্যাট-বোলিং দুটোতেই আরসিবির হয়ে এবছর উল্লেখযোগ্য অবদান রাখছেন ওয়াশিংটন সুন্দর। শেষ ম্যাচেও দুটি উইকেট নিয়ে কেকেআর-কে ধাক্কা দিয়েছিলেন সুন্দর। ব্যাট হাতেও প্রয়োজনের সময় খেলেন গুরুত্বপূর্ণ ইনিংস। আজ ফের নিজের জাত চেনাতে মরিয়া ওয়াশিংটন সুন্দর।
কেএল রাহুল
এবারের আইপিএলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। সর্বোচ্চ রান স্কোরারের তালিকাতেও শীর্ষে রয়েছেন পঞ্জাব অধিনায়র কেএল রাহুল। শেষ ম্যাচে পঞ্জাব হারলেও ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আজও জয়ে ফেরার জন্য রাহুলের ব্যাটের উপরও ভরসা রাখছে পঞ্জাব সমর্থকরা।
মায়াঙ্ক আগরওয়াল
পঞ্জাব দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দুরন্ত ফর্মেও রয়েছেন তিনি। কেকেআরের বিরুদ্ধে ৫৬ রান করেছিলেন মায়াঙ্ক। আজও আরসিবির বিরুদ্ধে মায়াঙ্কের ব্যাটে রানের অপেক্ষায় সকলে।
নিকোলাস পুরান
পঞ্জাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচে রান করলেও, ধারবাহিকতার অভাবে ভুগছেন ক্যারেবিয়ান তারকা নিকোলাস পুরান। কেকেআরের বিরুদ্ধে মাত্র ১৬ রান করেছিলেন তিনি। আজ রানে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন পুরান।
ক্রিস গেইল
আজ সম্ভবত গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় দলে জায়গা পেতে পারেন ক্রিস গেইল। এখনও পর্যন্ত কোনও ম্য়াচেই বড় রান করতে পারেননি ম্যাক্সওয়েল। তাই আজ শারজার মাঠে গেইল সুযোগ পেলে সেই বিধ্বংসী ব্যাটিং দেখার প্রতীক্ষায় রয়েছেন সকলেই।
মহম্মদ শামি
পঞ্জাব দলের বোলিং অ্যাটাকের সেরা অস্ত্র হলেন ভারতীয় তারকা পেসার মহম্মদ শামি। এবারের আইপিএলে ফর্মেও রয়েছেন তিনি। দলকে প্রয়োজনের সময় উইকেটও এনে দিচ্ছেন। কেকেআরের বিরুদ্ধেও ৪ ওভারে ৩০ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আজও আরসিবির বিরুদ্ধে সামির জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন পঞ্জাব টিম ম্যানেজমেন্ট।
রবি বিষ্ণোই
এবারের আইপিএলে ডেবিউ করেই নজর কেড়েছেন পঞ্জাবের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই। প্রতি ম্যাচে দলকে উইকেট দিয়েছেন তিনি। কেকেআরের বিরুদ্ধেও ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। আজও বিষ্ণোই স্পিনের ভেলকি দেখতে চাইছেন সকলে।