দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কোন তারকারা হতে পারেন গেম চেঞ্জার, জেনে নিন এক নজরে
আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় লেগের এই ম্যাচ জিততে মরিয়া হয়ে রয়েছে দুই দল। দুই দলেই রয়েছে একাধিক তারকা প্লেয়ার। যারা ফর্মে থাকলে একাই তার দলকে জয় এনে দিতে সক্ষম। তো চলুন দেখা যাক আজ দিল্লি বনাম হায়দরাবাদ ম্যাচে কোন কোন প্লেয়ার হয়ে উঠতে পারে তারকা। কাদের পারফরমেন্সের উপর ভরসা রেখে প্রিয় দলের জয়ের স্বপ্ন দেখছেন সমর্থকরা।
- FB
- TW
- Linkdin
শিখর ধওয়ান-
সিএসকে ও পঞ্জাবের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে সেঞ্চুরি করেছিলেন শিখর ধওয়ান। কিন্তু শেষ ম্যাচে কেকেআরের ম্যাচে ব্যাট রান পাননি গব্বর। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ফের বড় রান করতে মরিয়া হয়ে উঠেছেন শিখর ধওয়ান।
শ্রেয়স আইয়র-
শুধু অধিনায়কত্বের দায়িত্ব সামলানোই নয়, ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি দলের মিডল অর্ডারে সেরা ভরসা তিনি। কেকেআরের বিরুদ্ধেও খেলেছিলেন ৪৭ রানের ইনিংস। সানরাইজার্সের বিরুদ্ধেও বড় রান করার অপেক্ষায় রয়েছেন শ্রেয়স।
মার্কাস স্টয়নিস-
এবারের আইপিএলে দিল্লি দলের সেরা অলরাউন্ডার হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টয়নিস। ব্যাট হাতে বিদ্ধংসী ইনিংস খেলার পাশাপাশি বল হাতে দরকারের সময় দলকে এনে দিয়েছেন উইকেট। তাই আজকের ম্য়াচে স্টয়নিস ম্য়াজিকের অপেক্ষায় দিল্লি ভক্তরা।
রবিচন্দ্রন অশ্বিন-
দিল্লি দলের স্পিন অ্যাটাককে নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্র অশ্বিন। তার ভেলকির কাছে মুশকিলে পড়ছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান। আজ সানরাইজার্সের বিরুদ্ধে ভাল কিছু করতে মরিয়া অশ্বিন।
কাগিসো রাবাডা-
দিল্লি দলের পেস অ্যাটাকের শুধু সেরা অস্ত্র নয়, এবারেরআইপিএলের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন প্রোটিয়া তারকা কাগিসো রাবাডা। হায়দরাবাদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠতে মরিয়া রাবাডা।
ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক হিসেবে এবারের আইপিএলটা মোটেই ভালো যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্সের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। প্রথম কয়েকটি ম্যাচে রান না পেলেও, শেষ বেশ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন ওয়ার্নার। পঞ্জাবের বিরুদ্ধেও ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ দিল্লির বিরুদ্ধে বড় রান করতে মরিয়া রয়েছেন সানরাইজার্স অধিনায়ক।
জনি বেয়ারস্টো-
এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন জনি বেয়ারস্টো। বেশিরভাগেই ম্য়াচেই রান করেছেন তিনি। তবে কিছুটা ধারাবাহিতকতার অভাব রয়েছে। শেষ ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে ১৯ রান করেছিলেন তিনি। আজ বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স ভক্তরা।
মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিন্তু এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি।মাঝে রাজস্থানের বিরুদ্ধে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেললেও পঞ্জাবের বিরুদ্ধে করেছেন মাত্র ১৫ রান। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা।
রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ দিল্লির বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।
জেসন হোল্ডার-
শেষ ২ ম্যাচে ৫ উইকেট নিয়ে নজর কেড়েছেন ক্যারেবিয়ান তারকা জেসন হোল্ডার। ব্যাট হাতেও রান করতে সক্ষম তিনি। তাই আজ দিল্লির বিরুদ্ধে জেসন হোল্ডারের উপর বাড়তি ভরসা রাখছে সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।