- Home
- Sports
- Cricket
- হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে কোন তারকারা একাই নির্ধারন করেতে পারে ম্য়াচের ভাগ্য, জেনে নিন এক নজরে
হায়দরাবাদ বনাম রাজস্থান ম্যাচে কোন তারকারা একাই নির্ধারন করেতে পারে ম্য়াচের ভাগ্য, জেনে নিন এক নজরে
- FB
- TW
- Linkdin
বেন স্টোকস-
বেশ কয়েকটি ম্যাচ এবারের আইপিএলে খেলেছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তবে তেমন কিছু করতে পারেননি তিনি। আজকের ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে নিজের বিধ্বংসী ফর্মে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন বেন স্টোকস।
স্টিভ স্মিথ-
দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলানোর পাশাপাশি স্টিভ স্মিথের ব্যাটিংও রাজস্থান রয়্যালস সমর্থকদের আশা-ভরসা। প্রথম দুই ম্য়াচে দুরন্ত ব্যাটিংয়ের পর আর বড় রান পাচ্ছিলেন না তিনি। তবে ফের রানে ফিরেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। আজ হায়দরাবাদের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া স্মিথ।
জস বাটলার-
জস বাটলারের ফর্ম নিয়ে চিন্তায় ছিল রাজস্থান রয়্য়ালস শিবির। তবে সিএসকের বিরুদ্ধে অনবদ্য ৭০ রানের ইনিংস খেলেছিলেন বাটলার। আজ সানরাইজার্সের বিরুদ্ধেও নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া জস বাটলার।
রাহুল তেওয়াটিয়া-
এবারের আইপিএলের অন্যতম সেরা আবিষ্কার বলা হচ্ছে রাজস্থান রয়্যালসের অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়াকে। ব্য়াটে-বলে দুরন্ত পারফর্ম করছেন তিনি। পঞ্জাব ও সানরাইজার্সের বিরুদ্ধে তেওয়াটিয়ার অনবদ্য ইনিংসের সৌজন্যেই জয় পেয়েছিল রয়্যালসরা। আজ ফের সানরাইজার্সের বিরুদ্ধে নিজের ফর্ম ধরে রাখতে চাইছেন তিনি।
জোফ্রা আর্চার-
রাজস্থান রয়্যালস বোলিং অ্যাটাকের সেরা ভরসা তিনি। দুরন্ত ছন্দেও রয়েছে জোফ্রা। প্রতি ম্য়াচে দলকে উইকেট এনে দিচ্ছেন ইংল্যান্ডের তারকা পেসার। সিএসকের বিরুদ্ধেও ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছিলেন ১টি উইকেট। বোলিংয়ের পাশাপাশি শেষে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি।
ডেভিড ওয়ার্নার-
অধিনায়ক হিসেবে এবারের আইপিএলটা মোটেই ভালল যাচ্ছে না ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্সের খারাপ পারফরমেন্স নিয়ে চিন্তিত রয়েছেন তিনি। প্রথম কয়েকটি ম্যাচে রান না পেলেও, শেষ বেশ কয়েকটি ম্যাচে রানে ফিরেছেন ওয়ার্নার। কেকেআরের বিরুদ্ধেও ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে বড় রান করতে মরিয়া রয়েছেন সানরাইজার্স অধিনায়ক।
জনি বেয়ারস্টো-
এবারের আইপিএলে ভাল ফর্মে রয়েছেন জনি বেয়ারস্টো। বেশিরভাগেই ম্য়াচেই রান করেছেন তিনি। কিন্তু দল ম্যাচ জিততে পারেনি বেশি। কেকেআরের বিরুদ্ধে ৩৬ রানে ইনিংস খেলেছিলেন তিনি। আজ বেয়ারস্টোর ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স ভক্তরা।
কেন উইলিয়ামসন-
কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন হায়দরাবাদ দলে সুযোগ পাওয়ার পর থেকেই রানের মধ্যে রয়েছেন। তবে বড় রান করতে ব্যর্থ হচ্ছেন তিনি। আজ কেন উইলিয়ামসন নিজেও বড় রান করতে মরিয়া হয়ে উঠেছে
মণীশ পাণ্ডে-
সানরাইজার্স হায়দরাবাদ দলে ডেভিড ওয়ার্নারের পরই সবথেকে বেশি টাকা পান মণীশ পাণ্ডে। কিন্তু এবারের আইপিওএলে নিজের সেরা ফর্মে নেই তিনি। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধেও মাত্র ৬ রান করে আউট হয়েছিলেন তিনি। আজ পান্ডেজির ব্যাট বড় রান দেখার অপেক্ষায় সানরাইজার্স সমর্থকরা।
রাশিদ খান-
সানরাইজার্স হায়দরাবাদ দলের বোলিং লাইনআপে সেরা ম্য়াচ উইনার রাশিদ খান। এবারের আইপিএলেও দুরন্ত বোলিং করছেন তিনি। আজ রাজস্থানের বিরুদ্ধে রাশিদ খানের স্পিনের ভেলকির উপরই ভরসা রাখছেন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট।