- Home
- Sports
- Football
- লাল-হলুদের মিশন নর্থইস্ট, প্লেয়ারদের বাড়তি দায়িত্ববোধের মন্ত্রেই জয় খুঁজছেন ফাউলার
লাল-হলুদের মিশন নর্থইস্ট, প্লেয়ারদের বাড়তি দায়িত্ববোধের মন্ত্রেই জয় খুঁজছেন ফাউলার
- FB
- TW
- Linkdin
পরপর দু ম্যাচে ৫ গোল হজম করে হারতে হয়েছে এসসি ইস্টবেঙ্গলকে। রক্ষণ, মাঝমাঠ থেকে আক্রমণ সব বিভাগেই ছন্নছাড়া দেখিয়েছে ফাউলারের দলকে। ২ ম্যাচ হেরে লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে লাল হলুদ। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
আজ তৃতীয় ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের মুখোমুখি রবি ফাউলারের দল। জে নাসের দল এখনও প্রতিযোগিতায় অপরাজিত। তাই লড়াই কঠিন মানলেও, এই ম্যাচ থেকেই মরসুমের প্রথম পয়েন্ট ঘরে তুলতে চাইছেন লাল-হলুদের বিদেশি কোচ। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
তবে একদিকে দলের খারাপ পারফরমেন্স। অপরদিকে চোটের কারণে এই ম্যাচে দলের অধিনায়ক ড্যানি ফক্স ছিটকে যাওয়া। ফলে যথেষ্ট চাপে এসসি ইস্টবেঙ্গল। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
ম্য়াচের আগে অনুশীলনে দলকে যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছেন রবি ফাউলার। দলের প্লেয়ারদের মনোবল বাড়ানোর পাশাপাশি সকলকে ধরাবাহিকতা বজায় রাখতে ও বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেছেন ইস্টবেঙ্গল কোচ। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
অনুশীলনে দলের রক্ষণের ভুল ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছেন রবি ফাউলার। কারণ প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড এখনও অপরাজিত। একটি জয় ও দুটি ড্র করলেও, প্রতি ম্যাচে গোল করেছে জেরার্ড নাসের দল। তাই নিজের দলের রক্ষণ নিয়ে বাড়তি চিন্তিত ফাউলার। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
এছাড়াও মাঝমাঠের খেলা তৈরি, আক্রমণ বিবাগের প্লেয়ারদের স্কোরিং এবিলিটি বাড়ানো এই সব কিছুর উপর জোর দিয়েছেন লাল হলুদ কোচ।বিশেষ করে শেষ দুটি ম্যাচেও কয়েকটি গোলের সুযোগ তৈরি হলেও, তা জালে জড়াতে ব্যর্থ হয়েছেন বলবন্ত, পিলকিংটনরা। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
তবে তার দল ধীরে ধীরে উন্নতি করবে এবং ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী ফাউলার। তিনি বলেছেন,' ইস্টবেঙ্গল একটা বিরাট ক্লাব। তাই লাল-হলুদ জার্সিটা গায়ে চাপানো মানে তোমাকে বিরাট দায়িত্বশীল হতে হবে। দেশীয় ফুটবলার হোক কিংবা বিদেশি, সকলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি আমার ফুটবলারদের নিয়ে খুশি এবং আশা রাখছি সময়ের সঙ্গে সঙ্গে ওরা আরও উন্নতি করবে। আমাদের প্রত্যেককে একে অপরের পাশে থাকতে হবে।’ ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার
সমর্থকদেরও এই সময়ে দলের পাশে থাকার কথা বলেছেন ফাউলার। তৃতীয় ম্যাচে প্রিয় দলের জয় দেখার জন্ মুখিয়ে রয়েছেন সমর্থকরা। নিজেদের উজার করে দিতে প্রস্তুত পিলকিংটন, জেজে, মাঘোমা, স্টেইনম্যান, নেভিলরা। ছবি সৌজন্যঃ এসসি ইস্টবেঙ্গল ট্যুইটার