- Home
- West Bengal
- Kolkata
- COVID 19: ফের সংক্রমণ বাড়ল রাজ্যে, কলকাতা- উত্তর ২৪ পরগণায় পেরোলো ১০০-র গণ্ডি
COVID 19: ফের সংক্রমণ বাড়ল রাজ্যে, কলকাতা- উত্তর ২৪ পরগণায় পেরোলো ১০০-র গণ্ডি
- FB
- TW
- Linkdin
কোভিডের দ্বিতীয় তরঙ্গের দাপট আগের থেকে কমলেও ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ওঠা -নামা করছে রাজ্যে। তবে এবার বাংলায় মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘন্টায় বেড়েছে। কোভিডে এখনও মৃত্য়ু হচ্ছে বাংলার ৮ জেলায়।
মৃত্যুর লিস্টে সেই ৮ জেলার লিস্টে শীর্ষে রয়েছে নদিয়া এবং উত্তর ২৪ পরগণা। যদিও মৃত্য়ু শূন্য এখনও হতে পারেনি দার্জিলিং, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা।
তবে এবার মৃত্যু শূণ্য হয়েছে মুর্শিদাবাদ ,কালিংপং, উত্তর দিনাজপুর জেলা। শহরে ভ্য়াকসিনের সংখ্য়া যত বাড়বে, ততোই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১২ জন। নদিয়া এবং উত্তর ২৪ পরগণা জেলায় ৩ জনের মৃত্য়ু হয়েছে। দার্জিলিং, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা জেলায় ১ প্রাণ হারিয়েছেন।
বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্তের সংখ্যা ১০৬ জন। এবং এখানে মোট সংক্রমণের সংখ্যা ৩১২,৯৭৪ জন এবং মোট মৃতের সংখ্যা ৫০০৯ জন।
এবারও রাজ্যের সব জেলার থেকে এবারেও সংক্রমণ নিয়ে শীর্ষে উত্তর ২৪ পরগণা। দ্বিতীয় কলকাতা। তবে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা পেরোলো ১০০-র গণ্ডি।
বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, উত্তর ২৪ পরগণা একদিনে আক্রান্তের সংখ্যা ১১৬ জন। দক্ষিণ ২৪ পরগণায় একদিনে আক্রান্তের সংখ্যা ৫২ জন। দার্জিলিং একদিনে আক্রান্তের সংখ্যা ৪৯ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৬৭৯ জন । যা আগের থেকে কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৮,৮০১ জন।
তবে এই মুহূর্তে কোভিড জয়ীর সংখ্যা বেড়েছে। নিঃশ্বাস নিচ্ছে হাসপাতাল গুলি। স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮১ জন। বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫, ২২, ০২৩ জন।
স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী ১৮ জানুয়ারী সুস্থতার হার পেরিয়ে ৯৭ শতাংশ হয়েছিল। তারপর দ্বিতীয় তরঙ্গে ফের পতন হয়। মার্চের পর থেকে। তবে এরপর অভিশপ্ত প্রায় ৭ মাস পেরিয়ে গিয়েছে। স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, রাজ্যে সুস্থতার হার একদিনে এখনও ৯৮.২৪ শতাংশ।