'ইশকওয়ালা ফুড', শীতে মুড বদলাতে এখনই বেরিয়ে পড়ুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ
First Published Nov 25, 2020, 6:20 PM IST
শীতের আমেজ কলকাতা জুড়ে। হুহু করে নামছে পারদ। এই মুহূর্তে মুড বদলাতে মোটেই বেশি দূরে যেতে হবে না। কনকনে শীতে, টর্ণ জিন্স পরেই বাজিমাত করতে পারেন রাজ্যের রাজধানীতে। আজ্ঞে হ্যা, আঁচ আসবে আঙুলে। মুহূর্তের জন্য ভূলে যেতে পারেন, ডিনার ফর্ক-নাইফ সরিয়ে দিব্য়ি হাত দিয়ে খাওয়া শুরু করতে পারেন। এটুকু বলা যেতেই পারে, পাশের টেবিলে খেয়াল থাকবে না। সঙ্গে প্রাণের মানুষই যাক-কিংবা পরিবার, এত সময় শেষ দিয়েছেন কবে, বলতে বলতেই এ বছর শেষ হবে। সুতরাং ফটাফট চোখ রাখুন, চেখে দেখতে বেড়িয়ে পড়ুন এই ঠিকানায়।

কলেজ লাইফে আছেন বা কাউকে ফেরাতে চান, চলে যান চোখ বুজে, সল্ট লেকের সিটি সেন্টার ১ এর ক্য়ান্টিন পাব অ্য়ান্ড গ্রাব-এ। লাইট এফেক্ট আর অর্কিড আপনাদেরকে, নস্টালজিয়ায় নিয়ে যাবে। চিলি অ্যাভোকাডো থেকে শুরু করে চৌরাশিয়া মজিতো মজলিশ করে খাবেন।

শীতে বিরিয়ানী খেতে অনেকে ভয় পায়, যদি হজম না হয়। হাঁটাহাঁটি কম হয়। কোভিডে কি বেরোনো যায়, শুধু খাওয়াটা যায়। এটুকু বোঝে বাঙালি। তবে হজমের জন্য ডিজিট্য়ালে চোখ না রাখলেও চলবে। বরং রায়তার দিকে চেয়ে দেখুন। অনেক শান্তি পাবেন। ভাল বিরিয়ানি খেতে চাই নিজাম, আয়ুধ ঘুরে আসতে পারেন। দক্ষিণ কলকাতার দোরগড়ায়, দেশপ্রিয় পার্কের কাছেই।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন