বাংলায় একদিনের আক্রান্তের সংখ্য়া কমল, বাড়ল সুস্থতার হার, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৬ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৬ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১২ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,২৭০ জন।
শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫ জন থেকে বেড়ে ৮৯৩ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০৪,২৮১ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৫৮ জন। তবে সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩,৫০৭ জন থেকে কমে ৩৪৮৯ জন।
শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৪ হাজার ৬৭০ জন থেকে কমে ২৪ হাজার ৬১৭ জন ।
শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৯৬জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৭,৬০৪ জন থেকে ৪৪১,১০০ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরের শেষে তা বেড়ে ৯৩.০৬ শতাংশে।