সুখবর, বাংলায় সুস্থতার হার বেড়ে ৯৩.০১ শতাংশ, কোভিড জয়ীরা ফিরল বাড়িতে
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫২ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১২ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১২ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,২২৪ জন।
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮৫ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০৩,৩৮৮ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৫১ জন। তবে সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩,৫০৭ জন।
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৪ হাজার ৭৫২ জন থেকে কমে ২৪ হাজার ৬৭০ জন ।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৫৩৭ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৪,০৬৭ জন থেকে ৪৩৭,৬০৪ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরের শেষে তা বেড়ে ৯৩.০১ শতাংশে।