ঘুরে আসুন ঘাটশিলা, রইল কলকাতার থেকে একটু দূরে সেরা ৫ নতুন ভ্রমণের ঠিকানা
First Published Dec 5, 2020, 6:00 PM IST
একের পর এক লকডাউনে দমবন্ধ লাইফ। এক ঘেয়েমি লাইফ আর ভাল লাগছে না। কিন্তু ভাবছেন এই পরিস্থিতি কোথায় যাবেন। তাহলে জেনে নিন এমন অনেক জায়গা আছে, কলকাতার একটু দূরেই। যেখানে যেতে আপনার বেশি খরচও হবে না। কিন্তু স্বর্গসুখ নিয়ে বাড়ি ফিরবেন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন