- Home
- West Bengal
- Kolkata
- ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে হিটলারের সঙ্গে সাক্ষাৎ, নেতাজিকে নিয়ে সেরা ২০ ছবির অ্যালবাম
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে হিটলারের সঙ্গে সাক্ষাৎ, নেতাজিকে নিয়ে সেরা ২০ ছবির অ্যালবাম
| Published : Jan 23 2020, 10:42 AM IST / Updated: Jan 23 2020, 11:13 AM IST
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে হিটলারের সঙ্গে সাক্ষাৎ, নেতাজিকে নিয়ে সেরা ২০ ছবির অ্যালবাম
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
120
হরিপুরায় জাতীয় কংগ্রেসের অধিবেশনের সময় এই ছবিটি তোলা হয়েছিল। সালটা ছিল ১৯৩৮। এই অধিবেশনেই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন নেতাজি।
220
শান্ত-স্নিগ্ধ এক চেহারায় দৃঢ় প্রতিজ্ঞ এক ব্যক্তি। যার ক্ষমতা ও জেদ সম্পর্কে ব্রিটিশরাও অবগত ছিল না। ফলে ব্রিটিশ রাজের তৈরি করা সমস্ত শৃঙ্খলকে ভেদ করে তিনি পৌঁছে গিয়েছিলেন হিটলার ও তোজোর কাছে।
320
জার্মানিতে হিটলারের অতিথি হয়েছিলেন নেতাজি। সে সময় তাঁর সম্মানে একটি নৈশভোজ রেখেছিলেন হিটলার। সেই অনুষ্ঠানে ভাষণ দিচ্ছেন নেতাজি।
420
৭ এপ্রিল, ১৩৮, কলকাতায় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে আসেন জওহরলাল নেহরু। সেই বৈঠকেই নেহরুর পাশে নেতাজি।
520
ব্রিটিশ রাজের বিরুদ্ধে আন্দোলন করলেও ব্রিটেনের একটা প্রোথিতযশা ব্যক্তিদের সঙ্ঘের কাছে নেতাজি যথেষ্টই জনপ্রিয় ছিলেন। এমনই একজন মানুষ ছিলেন লেবার পলিটিশিয়ান এবং ডেইলি হেরাল্ডের এডিটর জর্জ ল্যান্সবারি। ১৩ জানুয়ারি, ১৯৩৮ সালে নেতাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ল্যান্সবারির। সেই ছবি।
620
১৯৩৯-এ লন্ডনে এমন দৃশ্য প্রতিভাত হয়েছিল। নেতাজি-কে ঘিরে সেদিন প্রবাসী ভারতীয়রা যে উন্মাদনা দেখিয়েছিল তাতে ব্রিটিশ রাজের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। কারণ তাদের মনে হয়েছিল দেশনায়ক হিসাবে এবং ব্রিটিশ বিরোধিতায় সেই মুহূর্তে নেতাজি পিছনে ফেলে দিয়েছিলেন মহাত্মা গান্ধী থেকে শুরু করে জওহরলাল নেহরু মহম্মদ আলি জিন্নাদের।
720
১ মার্চ, ১৯৩৮-এ হরিপুরায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে এই ছবিটি তোলা হয়েছিল। নেতাজির বাঁ-পাশে রয়েছেন মহাত্মা গান্ধী। তাঁর পাশে দরবার গোপালদাস দেশাই এবং তাঁর পাশে রয়েছেন শেঠ যমুনালাল বাজাজ।
820
১৯৪২ সালের ১৩ সেপ্টেম্বর জার্মানির হামবার্গ শহরে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নেতাজি।
920
মহাত্মা গান্ধীর খুবই স্নেহধন্য ছিলেন সুভাষ। কিন্তু সুভাষের দর্শন এবং চিন্তার সঙ্গে গান্ধী যেমন পুরো সহমত ছিলেন না, তেমনি সুভাষও শুধুমাত্র গান্ধীর অহিংস মন্ত্রে স্বাধীনতা পাওয়ার স্বপ্নেও বিশ্বাস করতেন না। গান্ধী মনে করতেন সুভাষকে পুরোপুরি সমর্থন করা মানে অহিংস আন্দোলন হয়তো ধামাচাপা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে কংগ্রেসের শীর্ষনেতৃত্বে যে অবাঙালি নেতারা রয়েছেন তাঁদের অস্তিত্বও বিপন্ন হতে পারে। কিন্তু হরিপুরা কংগ্রেসে তোলা এই ছবি দেখে কে বুঝবে গান্ধী ও সুভাষের জীবন দর্শনে ফারাকটা ছিল বিশাল।
1020
সালটা ১৯৩০। একজন প্রকৃত রাষ্ট্রনায়ক হওয়ার মতো সমস্ত গুণ নিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলেছেন সুভাষ। যুব কংগ্রেসের নেতৃত্ব দিতে গিয়ে তিনি তখন ভারতের যুব সমাজের প্রতিনিধি। যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে ছেঁকে ধরছে যুবাদের দল। সুভাষের কথা শোনার জন্য এগিয়ে আসছেন একের পর বড় ব্যবসায়ী থেকে উঠতি শিল্পপতিরা। দেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পরবর্তী ভারতের উন্নয়নের রূপরেখা নিয়ে সুভাষের ভাবনাটা কী তা জানতে চান এঁরা। তেমনি এক অনুষ্ঠানের এই ছবি।
1120
জার্মানি-র হামবার্গ এয়ারপোর্টে নেতাজি সুভাষ চন্দ্র বসু। সঙ্গে আজাদ হিন্দ ফৌজের বিশ্বস্ত কিছু অনুচর।
1220
দীর্ঘ পরিশ্রম এবং অনশন আন্দোলনে অসুস্থ হয়ে পড়েছেন সুভাষ। এরই মধ্যে বসে কংগ্রেসের অধিবেশন। অশক্ত, অসুস্থ সুভাষ-কে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে ।
1320
১৯৪২-এ জার্মানিতে অ্যাডলফ হিটলারের সঙ্গে নেতাজি সুভাষ চন্দ্র বসু।
1420
১৯৪৩-এর ৫ থেকে ছয় নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হয়েছিল গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্স। যেখানে অংশ নিয়েছিলেন স্বাধীন ভারতের দেশনায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসু। তিনি ছাড়াও ছিলেন জাপানের একনায়ক শাসক জেনারেল তোজো এবং ইস্ট এশিয়ার বিশিষ্ট দেশের বিশিষ্ট দেশনেতারা।
1520
১৯৩০ সালে তৎকালীন বম্বে, আধুনা মুম্বই-এ রাস্তার ধারে বাঁশের এমনই মিনার বানানো হয়েছিল। যার উপরে চেপে সেদিন বক্তব্য রেখেছিলেন নেতাজি।
1620
জেরুজালেমের ইসলাম নেতা হজ মহম্মদ আমিন আল হুসেইনি-র সঙ্গে নেতাজি। ১৯৪৩ সালে এই ছবিটি জার্মানিতে তোলা হয়।
1720
১৯৪৩ সালের ৩০ সেপ্টেম্বর, টোকিও-তে গ্র্যান্ড আর্মি গঠনের অনুষ্ঠান। সেখানে সেনাদের উদ্দেশে অভিভাবদন নেতাজি এবং জেনারেল তোজোর।
1820
ব্রিটিশের চোখে ধূলো দিয়ে দেশছাড়ার আগে অসমের বরদৌলি-তে গিয়েছিলেন সুভাষ। সেখানে কংগ্রেসের কিছু বিশষ্ট নেতা-নেত্রীদের সঙ্গে নৈশভোজ সারছেন তিনি।
1920
আন্দামানে ব্রিটিশ-দের তৈরি কাল-কুঠরি সেলুলার জেল থেকে মুক্তি পেয়েছেন সুভাষ। সেখানে তাঁর উপরে হওয়া অত্যাচারের চিহ্ন সারা শরীরে। কিন্তু তবু সুভাষের অনড় মানসিকতাকে ভেঙে ফেলতে পারেনি ব্রিটিশরা। কলকাতায় সুভাষের সঙ্গে দেখা করতে আসেন জওহরলাল। তাঁরই সঙ্গে আসেন জওহরলাল-এর বোন এবং তৎকালীন আরএক কংগ্রেসনেত্রী বিজয়ালক্ষ্মী পণ্ডিত। নেতাজির সঙ্গে জওহরলাল ও বিজয়ালক্ষ্মী-র সেই ছবি।
2020
১৯৪১ সালের শুরুতে কলকাতায় এই ছবিটি তোলা হয়। এক কংগ্রেস কর্মীর সঙ্গে কথা বলছেন সুভাষ।