- Home
- West Bengal
- Kolkata
- পুজোর মুখে ফের কোভিড পরীক্ষায় রাশ মুখ্যমন্ত্রীর, লাগাম পড়ল অ্যাম্বুল্যান্স পরিষেবায়
পুজোর মুখে ফের কোভিড পরীক্ষায় রাশ মুখ্যমন্ত্রীর, লাগাম পড়ল অ্যাম্বুল্যান্স পরিষেবায়
- FB
- TW
- Linkdin
করোনা আতঙ্কে দুর্গাপুজোয় রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বেসরকারি জায়গায় কোভিড পরীক্ষার দামে লাগাম দিলেন মুখ্যমন্ত্রী। ২ হাজার ২৫০ টাকার বদলে এবার থেকে দেড় হাজার টাকায় করোনা পরীক্ষা করা যাবে।
বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে উৎসবের মরসুমে ৫০০টি শয্যা সংখ্যার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। করোনা রোগী ভর্তির সময় থেকে ২৪ ঘণ্টা হিসেবে বিল করতে হবে। রোগী ফেরানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বেসরকারি ক্ষেত্রে অ্য়াম্বুল্যান্স পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে। এসব ক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য কমিশনকে সরাসরি হস্তক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে বেসরকারি হাসপাতাল গুলির সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শহর ও শহরতলির ক্ষেত্রে বেসরকারি অ্য়াম্বুল্য়ান্সের ভাড়া সর্বোচ্চ ৩ হাজার টাকা করা হয়েছে।
অন্যান্য অ্যাম্বুল্যান্স পরিষেবায় কিলমিটার পিছু ২৫ টাকা (এসি) এবং সাধারণ অ্যাম্বুল্যান্সে ২০ টাকা প্রতি কিলোমিটার হিসেবে দাম বেঁধে দিয়েছে রাজ্য সরকার। স্যানিটাইজেশন ও অক্সিজেন ঘণ্টা প্রতি ৩০০ থেকে ৫০০ টাকা দাম নির্ধারণ করেছে রাজ্য।
পুজোর সময় স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখতে নবান্নে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর ১০৭০। করোনা সংক্রান্ত বিষয়ে সবরকম সাহায্য মিলবে ১৮০০-৩১৩-৪৪৪-২২২ এই নম্বরে। চিকিৎসা পরিষেবায় যুক্ত কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে।
করোনা আবহে লাগামহীন দাম মেটাতে গিয়ে হিমসিম অবস্থা রাজ্যবাসীর। সূত্রের খবর, সরকারি হাসপাতালে দৈনিক ৩৫ থেকে ৩৬ হাজার করোনা টেস্ট হয়। বেসরকারি ক্ষেত্রে ৫ হাজার। কোভিড টেস্টের দাম কমায় উপকৃত হবেন প্রায় পাঁচ হাজার মানুষ।