ট্রামে উঠলেই ফ্রি ওয়াই ফাই, সোমবার থেকেই বাড়তি মেট্রো, নতুন বছরে জোড়া উপহার কলকাতাবাসীকে
First Published Jan 3, 2021, 5:37 PM IST
নতুন বছরে স্বাভাবিক ছন্দে ফিরছে ট্রাম-মেট্রো। সোমবার থেকেই কলকাতায় মেট্রোর সংখ্য়া বৃদ্ধি পাবে। এবং আরও বেশি সুবিধা নিয়ে জীবনে কলকাতার ঐতিদ্ধবাহী ট্রাম। আজ্ঞে হ্যাঁ কলকাতার এসি ট্রামে মিলবে ফ্রি ওয়াই ফাই। রাজ্য় পরিবহণ নিগম চালু করল এই ব্য়বস্থা।

মেট্রো সূত্রে জানানো হয়েছে ১১৪ টি আপ ও ডাউন ট্রেন চালানো হবে। ৭ মিনিট অন্তর মিলবে মেট্রো। রবিবারেও পরিষেবা স্বাভাবিক থাকবে। শনিবার এবং রবিবার যেসকল যাত্রীরা যাতায়াত করবে, তাঁদের জন্য লাগবে না কোনও ই পাস। তবে টোকেন ব্যবস্থা এখনও চালু হয়নি। তবে বয়স্ক ও শিশুদের লাগবে না ই পাস।

মেট্রো রেলের জেনারেল ম্য়ানেজার জানিয়েছেন, 'নিউ নর্মালে মানুষ মেট্রো সফরে অভ্যস্ত হয়েছেন। ক্রমশ মানুষ যেমন সচেতন হচ্ছেন, ঠিক তেমনি মানুষের মেট্রো প্রয়োজনীয়তা বাড়ছে। '
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন