নিম্নচাপের জের, ঝাপিয়ে বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে
- FB
- TW
- Linkdin
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাতেও মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে। বুধ-বৃহস্পতিবার নাগাদ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, হাওড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সর্তকতা।
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সোমবার থেকে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
সুস্পষ্ট নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। সংলগ্ন ছত্রিশগড় ও উড়িষ্যাতেও এর প্রভাব রয়েছে। এর প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
মৌসুমী অক্ষরেখা সুস্পষ্ট নিম্নচাপের থেকে ঝাড়খন্ড ও ওড়িশা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতায় মেঘলা আকাশ, দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বিকেলের থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রী।
অপরদিকে শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৮৯ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।