লন্ডন ফেরত কোভিড আক্রান্ত আরও ২ কলকাতায়, আশঙ্কায় ৫০ বেডের বিশেষ ওয়ার্ড আইডিতে
First Published Jan 2, 2021, 9:36 AM IST
কোভিডের নয়া স্ট্রেনে শিহরিত কলকাতা সহ সারা দেশ। এমনিতেই ব্রিটেনের এই নয়া স্ট্রেনের হদিশ মিলেছে কলকাতায়। ইতিমধ্য়েই লন্ডন ফেরত দুই জন কোভিডের নয়া স্ট্রেনে আক্রান্ত। উল্লেখ্য, কোভিডের এই নয়া স্ট্রেন আগের থেকেও ৭০ শতাংশ বেশি শক্তিশালী। এই অবস্থায় আগাম আইডি হাসপাতালে আনা হয়ে ৫০ টি আলাদা বেড। শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,৬০৫ জন। এই অবস্থায় চরম উৎকন্ঠায় স্বাস্থ্য ভবন। তাহলে বাংলায় কোভিড পরিস্থিতি কী, একবার দেখে নেওয়া যাক।

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২৬ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ৬ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৮ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৯,৭৩৮ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ২,৯৫৬।

শুক্রবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ২৮০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৩,৬০৫ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৫৩,২১৬ জন।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন