- Home
- West Bengal
- Kolkata
- জাঁকিয়ে শীত না পড়লেও সংক্রমণ ৫ লক্ষের একেবারে গায়ে, থামেনি মৃত্যু জেলায়-কলকাতায়
জাঁকিয়ে শীত না পড়লেও সংক্রমণ ৫ লক্ষের একেবারে গায়ে, থামেনি মৃত্যু জেলায়-কলকাতায়
| Published : Dec 06 2020, 08:46 AM IST
জাঁকিয়ে শীত না পড়লেও সংক্রমণ ৫ লক্ষের একেবারে গায়ে, থামেনি মৃত্যু জেলায়-কলকাতায়
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৪৯ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১১ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৭ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,৬৭৭ জন।
25
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮৮ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১১০,৭৩৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৯৯,৬৯৭ জন।
35
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৬৯৪ জন থেকে বেড়ে ৭২৯ জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩২০৬ জন কমে ৩১৭৫ জন।
45
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৪ হাজার ৪৫ জন থেকে কমে ২৩ হাজার ৯৬৪ জন ।
55
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ২০৭ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩,৮৪৯ জন থেকে ৪৬৭,০৫৬ জন। সুস্থতার হার ৯৩.৪৭ শতাংশ।