- Home
- West Bengal
- Kolkata
- কলকাতায় একদিনেই করোনা আক্রান্ত এগারো জনের মৃত্যু, বাড়ল সুস্থতার হারও, দেখুন ছবি
কলকাতায় একদিনেই করোনা আক্রান্ত এগারো জনের মৃত্যু, বাড়ল সুস্থতার হারও, দেখুন ছবি
- FB
- TW
- Linkdin
শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত ২,৯৮২ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২,৯৯৭ জন৷ তবে মোট আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের অনুযায়ী, একদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৩৷ এই পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩,০৭৩ জন৷
স্বাস্থ্য ভবনের বুলেটিনের অনুযায়ী, রাজ্যে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৪ জন,হুগলি ২ জন,পশ্চিম বর্ধমান ১ জন, পশ্চিম মেদিনীপুর ১ জন,পূর্ব মেদিনীপুর ৩ জন। বাঁকুড়া ৩ জন,বীরভূম ২ জন, নদিয়া ২ জন, মুর্শিদাবাদ ২ জন৷ মালদা ২ জন, দক্ষিণ দিনাজপুর ১ জন, জলপাইগুড়ি ২ জন এবং দার্জিলিং ৩ জন৷
তবে সুখবরও রয়েছে। বাংলায় একদিনে ফের কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা হল ২৬ হাজার ৩৪৯ জন৷ বৃহস্পতিবার ছিল ২৬ হাজার ৭০৯ জন৷
একদিনে ৪২ হাজার ১২১ টি করোনা টেস্ট হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৪২ হাজার ৪৭৪ টি টেস্ট৷ এই অবধি টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৫৮ হাজার ৭২৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে ১৯,৫৪১ জন হয়েছে৷
অপরদিকে, একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,২৮৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,১৮৯ জন৷ তবে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন৷ বৃহস্পতিবার ছিল ১ লক্ষ ২১ হাজার ০৪৬ জন৷ তবে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮০.২৮ শতাংশ৷