- Home
- West Bengal
- Kolkata
- কলকাতায় একদিনেই করোনা আক্রান্ত এগারো জনের মৃত্যু, বাড়ল সুস্থতার হারও, দেখুন ছবি
কলকাতায় একদিনেই করোনা আক্রান্ত এগারো জনের মৃত্যু, বাড়ল সুস্থতার হারও, দেখুন ছবি
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত ২,৯৮২ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২,৯৯৭ জন৷ তবে মোট আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন৷ একদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের এবং তাদের মধ্যে কলকাতার ১১ জন৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৩৷ এই পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩,০৭৩ জন৷তবে রাজ্য়ে একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,২৮৬ জন৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ৷ একদিনে ফের কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷
- FB
- TW
- Linkdin
শুক্রবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্ত ২,৯৮২ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ২,৯৯৭ জন৷ তবে মোট আক্রান্ত ১ লাখ ৫৩ হাজার ৭৫৪ জন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের অনুযায়ী, একদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের৷ বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ৫৩৷ এই পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গিয়েছে৷ মোট মৃতের সংখ্যা ৩,০৭৩ জন৷
স্বাস্থ্য ভবনের বুলেটিনের অনুযায়ী, রাজ্যে যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১১ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়া ৪ জন,হুগলি ২ জন,পশ্চিম বর্ধমান ১ জন, পশ্চিম মেদিনীপুর ১ জন,পূর্ব মেদিনীপুর ৩ জন। বাঁকুড়া ৩ জন,বীরভূম ২ জন, নদিয়া ২ জন, মুর্শিদাবাদ ২ জন৷ মালদা ২ জন, দক্ষিণ দিনাজপুর ১ জন, জলপাইগুড়ি ২ জন এবং দার্জিলিং ৩ জন৷
তবে সুখবরও রয়েছে। বাংলায় একদিনে ফের কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মুহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা হল ২৬ হাজার ৩৪৯ জন৷ বৃহস্পতিবার ছিল ২৬ হাজার ৭০৯ জন৷
একদিনে ৪২ হাজার ১২১ টি করোনা টেস্ট হয়েছে৷ বৃহস্পতিবার ছিল ৪২ হাজার ৪৭৪ টি টেস্ট৷ এই অবধি টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লক্ষ ৫৮ হাজার ৭২৮ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে ১৯,৫৪১ জন হয়েছে৷
অপরদিকে, একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৩,২৮৬ জন৷ বৃহস্পতিবার ছিল ৩,১৮৯ জন৷ তবে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ২৪ হাজার ৩৩২ জন৷ বৃহস্পতিবার ছিল ১ লক্ষ ২১ হাজার ০৪৬ জন৷ তবে বাড়ছে সুস্থ হয়ে ওঠার হার৷ সুস্থ হয়ে ওঠার হার বেড়ে হল ৮০.৮৬ শতাংশ৷ বৃহস্পতিবার ছিল ৮০.২৮ শতাংশ৷