কলকাতায় সুস্থতাকে হার মানাল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা, দেখুন পর পর ছবি
- FB
- TW
- Linkdin
কলকাতায় একদিনে বাড়ল অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা। রবিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৫৪১ জন৷ শনিবার এই সংখ্যাটা ছিল ৫৪৮ জনে৷ শহরে মোট প্রায় ৪৩ হাজারের বেশি আক্রান্তের সংখ্যা৷ তথ্য অনুযায়ী,৪৩ হাজার ৮৪ জন৷
শহরে একদিনে সুস্থ হয়ে ওঠার চেয়ে আক্রান্তের সংখ্যা বেশি৷ একদিনে আক্রান্ত ৫৪১ জন আর সুস্থ হয়ে উঠেছেন ৪০২ জন৷ তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৪১৪ জন৷
এই মূহুর্তে শুধু কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ৪ হাজার ২৯৪ জন৷ শনিবারের তুলনায় ১৩১ জন বেশি৷ সেদিন ছিল ৪ হাজার ১৬৩ জন৷
রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে মাত্র ৮ জনের৷ শনিবার এই সংখ্যাটা ছিল ১৮ জনে৷ অর্থাৎ একদিনেই শহরে মৃতের সংখ্যা কমল ১০ জন৷ তবে সব মিলিয়ে কলকাতাতেই এই পর্যন্ত মৃত্যু হয়েছে ১,৩৭৬ জনের৷
বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায়ও একদিনে কমেছে মৃতের সংখ্যা৷ একদিনে মৃত্যু হয়েছে ৫২ জনের৷ শনিবার ছিল ৫৮ জনে৷ তবে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে ৩ হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে৷
রাজ্যে একদিনে যে ৫২ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ৮ জন, উত্তর ২৪ পরগনার ১০ জন, দক্ষিণ ২৪ পরগনার ৫ জন, হাওড়া ১০ জন, হুগলি ১ জন, পশ্চিম বর্ধমান ২ জন, পূর্ব বর্ধমান ১ জন, পূর্ব মেদিনীপুর ৩ জন, পশ্চিম মেদিনীপুর ১ জন, পুরুলিয়া ১ জন, বাকুড়া ১ জন,নদিয়া ১ জন, জলপাইগুড়ি ১ জন, দার্জিলিং ৩ জন, কোচবিহার ২ জন, আলিপুরদুয়ার ২ জন৷