ধর্মঘটে সামাজিক দূরত্ব লাটে, কোভিডে ফের মৃ্ত্যু বাড়ল বাংলায়
- FB
- TW
- Linkdin
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৫১ জন এবং এর মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছে ১৫ জন এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু বেড়ে হয়েছে ১১ জনের। বাংলায় মোট মৃতের সংখ্যা ৮,১৭২ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৮০ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১০২,৫০৩ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৬৫ জন। তবে সেই বরবরের মত সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৩,৫২৮ জন।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে এই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ২৪ হাজার ৮৮০ জন থেকে কমে ২৪ হাজার ৭৫২ জন ।
বুধবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৬০৫ জন। তাই মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩৪,০৬৭ জন। সুস্থতার হার অক্টোবারের শুরুতে ছিল ৮৭. ৪৫ শতাংশ, নভেম্বরের শেষে তা বেড়ে ৯২.৯৫ শতাংশে।