রাজ্যে রেকর্ড সংক্রমণ, দ্বিতীয় দফা ভোটের দিনে করোনায় আক্রান্ত ১৩০০ ছুঁইছুঁই
দ্বিতীয় দফা ভোটের দিনেই রেকর্ড সংক্রমণ রাজ্যে। বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হলেন ১২৭৪ জন। এদিকে মাঝে গিয়েছে দোল উৎসব। সেখানেও সামাজিক দূরত্ব কার্যত শিকেয় উঠেছে। এবার মার্চের কোভির্ড গ্রাফকে ভেঙে দিয়ে ভয়াবহ নতুন রেকর্ড সংক্রমণ পশ্চিমবঙ্গে। এদিকে এমন পরিস্থিতিতে হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম। তবে বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, সংক্রমণের কী কী তথ্য উঠে এসেছে , দেখুন ছবিতে -ছবিতে।
- FB
- TW
- Linkdin
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ১। এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু ১ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩৩১ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১২৪।
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১৩৩,৯৬২ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৮৮,১৮৯ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৩৪৪ জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১২৭৪ জন।
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৪ হাজার ৬০৮ থেকে ৬ হাজার ৫১৩ জন।
বৃহস্পতিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৪ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৮,৯০৯ জন থেকে ৫৭১,৩৪৫ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৭.১৪।
রাজ্যে কোভিড পরিস্থিতির হাল ধরতে এবার রাজ্য়ের সকল মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ড চালু করা হচ্ছে। যেখানে চিকিৎসা হবে করোনা রোগীদের। আলাদা করে ওয়ার্ড চালু করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরুপ নিগম।