- Home
- West Bengal
- Kolkata
- রাজ্য়ে এক ঝটকায় করোনা সংক্রমণ পার করল ৮০০, দোলে শিকেয় উঠবে না তো সামাজিক দূরত্ব
রাজ্য়ে এক ঝটকায় করোনা সংক্রমণ পার করল ৮০০, দোলে শিকেয় উঠবে না তো সামাজিক দূরত্ব
রাজ্য়ে করোনা সংক্রমণ ৩ দিনের মধ্যেই এবার ৫০০ থেকে ছাড়াল ৮০০ এর গন্ডী। সঙ্গে কমছে সুস্থতার হারও। এদিকে রবিবার আবার রাজ্যে দোল উৎসব। কোভিডের কারণে আগে থেকেই এবারের দোল উৎসব পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেছে প্রশাসন। এদিকে ভ্যাকসিন নিয়েও বিভ্রান্তি। ভ্য়াকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মী। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্য়া ৮১২ জন এবং যার মধ্য়ে ২৯৪ জন কলকাতার বাসিন্দা। কোভিডের কী কী ছবি উঠে এসেছে কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে, দেখুন ছবিতে -ছবিতে।
- FB
- TW
- Linkdin
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ২ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা শূন্য। এবং উত্তর ২৪ পরগণায় মৃত্যু ২ জনের । বাংলায় মোট মৃতের সংখ্যা ১০,৩২২ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,১১৮।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ১৬৭ জন থেকে বেড়ে ২৯৪ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১৩২,৪০১ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৫৮৩,৮৩৯ জন।
উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ১৫৫ জন থেকে বেড়ে ১৮০ জন । তবে দৈনিক সংক্রমণ কমলেও এখনও সব জেলাকে পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগণা। এদিকে একদিনে বাংলায় করোনা আক্রান্ত ৫০০ পেরিয়ে ৮১২ জন।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া ৩ হাজার ৯৫০ থেকে ৪ হাজার ৬০৮ জন।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৩ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬৮,১১৫ জন থেকে ৫৬৮,৯০৯ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৯৭.৪৪।
কোভিডের ভ্য়াকসিনের দুটি ডোজ নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হলেন এক স্বাস্থ্যকর্মী। ঘটনাটি চিত্তরঞ্জনের একটি হাসপাতালে ঘটেছে। হাসপাতাল সূত্রে খবর, ওই করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী আপাতত হোম কোয়ারান্টিনে রয়েছেন।