- Home
- West Bengal
- Kolkata
- শুধু পশ্চিমবঙ্গেই কোভিডে ১২ হাজারের উপরে মৃত্যু, দেহ সৎকারে সামাল দিতে তৈরি হবে নয়া শ্মশান
শুধু পশ্চিমবঙ্গেই কোভিডে ১২ হাজারের উপরে মৃত্যু, দেহ সৎকারে সামাল দিতে তৈরি হবে নয়া শ্মশান
রাজ্য়ে গত ২৪ ঘন্টায় লাগামছাড়া মৃত্যু। শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ১২৭ জন এবং সংক্রমণ ১৯ হাজার ৪৩৬ জন। এবার থেকে করোনার মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় পরিস্থিতি সহ বুলেটিনের আপডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।
- FB
- TW
- Linkdin
গত একমাসে দেখা গিয়েছে কোনও কোনও ক্ষেত্রে করোনা রোগীর মত্যুর ২০ ঘন্টা পর্যন্ত পড়ে ছিল দেহ। আবার কোথাও তা পেরিয়েছে ২৪ ঘন্টা। তাই এবার থেকে করোনার মৃতদেহ পরিবারের কাছে তুলে দেওয়া হবে। কিন্তু ওই মৃতদেহ বাড়ি নেওয়া যাবে না, সরাসরি সৎকার করতে হবে বলে নির্দেশ স্বাস্থ্য দফতরের।
শ্মশানে কোভিড মৃতদেহ সৎকারে বাধা দেওয়া হচ্ছে একাধিক জায়গায়। সেজন্য বিকল্প ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। তবে সেটা তৈরি করতে আরও ৬ মাস সময় লাগবে বলে জনিয়েছেন ফিরহাদ হাকিম।
এবার শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরের বাড়ি বাড়ি গিয়ে করোনা পরীক্ষা করবে কলকাতা পুরসভা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'দুয়ারে পুরসভা 'বলে জানালেন ফিরহাদ।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ১২৭ জন এবং এর মধ্যে কলকাতায় একদিনে মৃত্যু সংখ্যা ৩৪ জন। কলকাতায় মোট মৃতের সংখ্যা ৩,৬৫০। উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, একদিনে কলকাতায় করোনার নতুন ঢেউয়ে আক্রান্তের সংখ্যা ৩৯৯ জন থেকে বেড়ে ৩৯৬১ জন এবং কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ২২২,৯১৭ জন। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৯৭৩, ৭১৮ জন।
করোনার নতুন ঢেউয়ে উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৮৮৭ থেকে বেড়ে ৩৯৮২ জন। চিন্তা বাড়িয়ে সব জেলা সহ কলকাতাকেও পিছনে ফেলে করোনায় প্রথম স্থানে ফের উত্তর ২৪ পরগণা । একদিনে বাংলায় করোনা আক্রান্ত ১৯ হাজার ৪৩৬ জন।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গেএই অবধি মোট অ্য়াক্টিভ আক্রান্তের সংখ্য়া বেড়ে ১২৫, ১৬৪ জন।
শনিবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮, ২৪৩ জন। তাই বাংলায় কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৬ , ৩৫১ জন। সুস্থতার হার ৯৭.৬৪ শতাংশ থেকে কমে ৮৫.৮৯।
কোবিড চিকিৎসায় রাজ্যের কোভিড হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। ৫০০ লিটার পার মিনিট অক্সিজেন প্ল্য়ান্ট বানানো হবে অশোকনগর। অশোকনগর জেনারেল হাসপাতালকে কোভিড হাসপাতাল করা হয়েছে। ৮০ বেডের সঙ্গে আরও ৭০ টি বেড বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।