উত্তর-দক্ষিণে ধর্মঘট সফল করতে মরিয়া বামেরা, বারাসাতে লাঠিচার্জ পুলিশের, দেখুন ছবি
First Published Nov 26, 2020, 10:42 AM IST
বৃহস্পতিবার ট্রেড ইউনিয়নদের ডাকে দেশজুড়ে বনধ। সাতসকালেই আগুন জ্বালিয়ে ধর্মঘট সফল করতে মরিয়া বামেরা। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় আগুন জ্বালিয়ে ধর্মঘট পালন করল বামেরা। যদিও শহরে স্বাভাবিকভাবেই গাড়ি চলাচল করছে রাস্তায়। অশান্তির আশঙ্কায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশও। তবে বাংলায় বামেদের ডাকা ধর্মঘটের জেরে দফায় দফায় ট্রেন অবরোধ বিভিন্ন জায়গায়। এর ফলে বিপর্যস্ত লোকাল ট্রেন পরিষেবা। যাদবপুর থেকে নিউটাউনের সবদিকে কী অবস্থা সকাল থেকে এবার দেখে নেওয়া যাক।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন