নিজেদের জীবন বিপন্ন করে সাধারণের পাশে কলকাতা পুলিশ, দেখুন সেরা ১২টি ছবি
| Published : Mar 29 2020, 09:45 AM IST / Updated: Mar 29 2020, 09:58 AM IST
নিজেদের জীবন বিপন্ন করে সাধারণের পাশে কলকাতা পুলিশ, দেখুন সেরা ১২টি ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
112
শহরের অসহায় প্রবীণ নাগরিকের কাছে সাহায্য়ে হাত পৌছে দিলেন কলকাতা পুলিশ।
212
লকডাউন পরিস্থিতি কেউ নেই তাদের কে সাহায্য়ে করার, তাই মানবিক উদ্য়োগ নিল এবার পুলিশ প্রশাসন
312
শহরের নানা প্রান্তে কোনও না কোনও সমস্যায় থাকা মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কলকাতার বিভিন্ন থানা।
412
মানিকতলা থানার পুলিশ যেমন ফুটপাথবাসীদের থাকা-খাওয়ার ব্যবস্থা যেমন করেছে। পাশাপাশি সেখানের প্রবীণ মানুষদেরও ওষুধ- প্রয়োজনীয় সামগ্রী তুলে দিয়ে সাহায্য় করেছে।
512
নারকেলডাঙা, এন্টালি, বউবাজার, ফুলবাগান থানা বিভিন্ন এলাকার গরিব মানুষদের কাছে খাবার পৌঁছে দিয়েছে।
612
বাড়ি বাড়ি গিয়ে একাকী বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে শুকনো খাবার তুলে দেন বেলেঘাটার থানার অফিসাররা।
712
হেয়ার স্ট্রিটের মেহতা বিল্ডিংয়ে ওষুধ অমিল বলে অভিযোগ উঠেছিল। সেখানে আলাদা করে পুলিশ মোতায়েন করেছে হেয়ার স্ট্রিট থানা। দোকানের কর্মীদের জন্য পাস ইস্যু করা হয়েছে।
812
পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তাঁদের এই উদ্যোগ জারি থাকবে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা।
912
সল্টলেকের প্রবীণ নাগরিকদের কাছে খাদ্যসামগ্রী থেকে ওষুধ পৌঁছে দিয়েছেন কলকাতা পুলিশ। পাশাপাশি প্রায় ৬০০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
1012
রাস্তা ইতস্তত ঘুড়ে বেড়ানো দুঃস্থ মানুষদের হাতেও পরম ভালবাসায় প্রয়োজনীয় তুলে দিচ্ছেন কলকাতা পুলিশ।
1112
কলকাতার বস্তি এলাকায় বসবাসকারী প্রবীণদের তালিকা তৈরির কাজ শুরু হবে। তালিকা দেখে প্রতিদিন ফোন করা হবে তাঁদের। শারীরিক কোনও সমস্যা হলেই হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করা হবে।
1212
শহরের অলিগলি , পুলিশ কিয়স্কের পাশেই ওদের রাত কাটে। লকডাউনে তাদের কাউকেই ভোলেনি কলকাতা পুলিশ।