- Home
- West Bengal
- Kolkata
- যাত্রীদের অপেক্ষায় ঝাঁ চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন, দেখুন ছবিতে আধুনিক এই স্টেশনটি
যাত্রীদের অপেক্ষায় ঝাঁ চকচকে শিয়ালদহ মেট্রো স্টেশন, দেখুন ছবিতে আধুনিক এই স্টেশনটি
- FB
- TW
- Linkdin
শিয়ালদহ মেট্রো স্টেশন
ঝাঁ চকচকে কোনও শপিং মলকেও হার মানাচ্ছে শিয়ালদহ স্টেশ। রীতিমত প্রস্তুত হয়ে যাত্রীদের জন্য প্রতীক্ষায় প্রহর গুণছে শিয়ালদহ মেট্রো স্টেশন।
উদ্বোধন-
শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন নিয়ে এখনও জট কাটেনি। এর আগে একাধিক দিন ধার্য করা হলেও নানা কারণে উদ্বোধন হয়নি।
উদ্ধোধন -সমস্যা
৩১ মে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা। কিন্তু তাও বাতিল হয়ে গেছে। কবে এটির উদ্ধোধন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কেন উদ্ধোধন হচ্ছে না তা নিয়ে প্রশ্ন রয়েছে যাত্রীদের মধ্যে।
বিমান বন্দর স্টেশন
৩০ মে শিয়ালদহ মেট্রো স্টেশনের শেষ কাজও শেষ হয়েছে। মেট্রো রেলের তরফে বলা হয়েছে ইন্জিনিয়ারদের অক্লান্ত পরিশ্রমের ফল এটা। তবে এই স্টেশনেরউদ্বোধন কবে হবে তাও নিশ্চিত নয়।
পাঁচ টাকার টিকিট নেই-
শিয়ালদহ স্টেশনের দুই প্রান্তে রয়েছে এসপ্ল্যানেড ও ফুলবাগান। দুটি স্টেশনের দূরত্ব বেশি হওয়ায় এই স্টেশন থেকে মেট্রোতে চড়তে গেলেই গুণতে হবে নূন্যতম ১০ টাকা। এখান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেতে খরচ হবে ২০ টাকা।
শিয়ালদহ স্টেশন থেকে দূরত্ব-
এসপ্ল্যান্ড স্টেশনের দূরত্ব ২.৪৫ কিলোমিটার আর ফুলবাগানের দূরত্ব ২. ৩৩ কিলোমিটার। এই স্টেশনে যাত্রীদের সুবিধের জন্য ৯টি সিঁড়ি থাকছে। যাওয়া আসার অনেক সুবিধে হবে। গোটা স্টেশনে থাকছে ১৮টি এসক্যালেটর।
টিকিট কাউন্টার-
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে২৭টি টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। কিছু টিকিট কাউন্টার থাকবে বিশেষভাবে সক্ষমদের জন্য। সেগুলি অনেকটা নিচু করা হয়েছে।
প্ল্যাটফর্ম-
শিয়ালদহ মেট্রো স্টেশনে থাকছে তিনটি প্ল্যাটফর্ম। থাকছে তিনটি লিফট। যাত্রীদের সুবিধের কথা মাথায় রেখেই পুরো স্টেশনটি তৈরি করা হয়েছে।
বেসরকারিকরণ-
শিয়ালদহ মেট্রো স্টেশনের আগে বসতে পারে নতুন নাম। সূত্রের খবর একটি বেসরকারি সংস্থার হাতে পুরো স্টেশনের দায়িত্ব তুলে দিতে চাইছে রেল। যা নিয়ে কথাবার্তাও এগিয়েছে।
নাম ঘোষণা
শিয়ালদহ মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে যাবে একটি সংস্থার নাম।স্টেশনের নাম ঘোষণার সময় এই সংস্থার নামও নেওয়া হবে। এই বিষয়ে টেন্ডার আহ্বার করেছে রেল। সূত্রের খবর প্রাথমিক কথাবার্তা ও অফিসিয়াল ফর্মালিটিসও সারা হয়ে গেছে।