কৃত্রিম জলাশয়ে ছটপুজো, নজর দিন সন্তোষ মিত্র স্কোয়ারে
- FB
- TW
- Linkdin
ছটপুজোয় হাইকোর্ট ও পরিবেশ আদালতের নির্দেশকে মান্যতা দিল সাধারণ মানুষ। কলকাতার রবীন্দ্র সরোবরে ছট পুজোর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সেকারণে কৃত্রিম জলাশয় তৈরি করে ছটপুজোর আয়োজন করল সন্তোষমিত্র স্কোয়ার।
শুক্র ও শনিবার দুদিন ছটপুজো। করোনা আবহের মধ্যে সাধারণ মানুষ যাতে অসচেতনভাবে শহরের জলাশয় গুলিতে ছটপুজো না দেয় তার জন্য বিভিন্ন ঘাটগুলিতে নজরদারি চালাচ্ছে পুলিশ। এই অবস্থায় কৃত্রিম জলাশয়ের ব্যবস্থা করল সন্তোষ মিত্র স্কোয়ার ক্লাব কর্তৃপক্ষ।
সরোনা সুরক্ষা বিধি মেনেই কৃত্রিম জলাশয়ে ছটপুজোর আয়োজন করে সন্তোষ মিত্র স্কোয়ার। ছটপুজোয় আগত সাধারণের জন্য কৃত্রিম জলাশয়ের পাশেই বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
শুধু সন্তোষ মিত্র স্কোয়ার নয়, শহরে সাধারণ মানুষের জন্য তাঁদের বাড়ির কাছেই কৃত্রিম জলাশয় করে ছটপুজোর আয়োজন করা হয়েছে।
সাধারণ মানুষের সুবিধার্থে ছটপুজোর জন্য মোট ৪৫টি কৃত্রিম জলাশয় তৈরি করা হয়েছে। তার মধ্যে ১৬টি কৃত্রিম জলাশয় কলকাতা পুরসভার পক্ষ থেকে তৈরি করা হয়েছে।
কৃত্রিম জলাশয়ের পাশে বায়ো টয়লেট, চেঞ্জিং রুম পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। সন্তোষমিত্র স্কোয়ারের পক্ষ থেকে সমস্তরকম করোনা বিধি, সামাজিক দূরত্ব বিধি মেনে ছটপুজোয় সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, ''আদালতের নির্দেশ মেনে আমাদের চলতে হবে। ছোট ছোট দলে দূরত্ব বিধি মেনে পুজো দিন। পুলিশ ও প্রশাসন আপনাদের সঙ্গে রয়েছে''।