বড়দিনে বার্ড শো-এ বাজিমাত সন্তোষ মিত্র স্কোয়ারে, ম্য়াকাও ম্যাজিকে ডুবল শহর, দেখুন ছবি
First Published Dec 25, 2020, 1:07 PM IST
নিকোপার্ক-ইকোপার্ককেও পিছনে ফেলল সন্তোষ মিত্র স্কোয়ারের বার্ড শো। একেই শুক্রবার ভোর থেকেই লুচি-আলুর দম হোক কিংবা বিরিয়ানি নিয়ে পাড়ি দিয়েছে শহরের দর্শনীয় স্থানে। তবে সকালে উঠেই দাঁতে কেটেছে ক্রিসমাসের কিচমিস দেওয়া কেক। তবুও বোধয় সব কিছুকেই উসকে দেবে নিষ্পাপ বিদেশী পাখির ছোঁওয়া। আজ্ঞে হ্য়াঁ বিদেশি পাখির পদর্শনী চলছে সন্তোষ মিত্র স্কোয়ারে। অতয়েব দেরী কিসের বেরিয়ে পড়ুন সপরিবারে, উপহার দিন আজকের বড়দিন। বিস্তারিত জেনে নিন, কী কী পাখি থাকছে, কটা থেকে কবে অবধি খোলা থাকবে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন