টানা বৃষ্টিতে ভাসল শহর কলকাতা, রাস্তায় জল, যানজট
| Published : Aug 17 2019, 01:31 AM IST
টানা বৃষ্টিতে ভাসল শহর কলকাতা, রাস্তায় জল, যানজট
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
আলিপুরে নিম্নচাপের জেরে বৃষ্টি হয় ৪৯ মিলিমিটার। মৌসুমী বায়ু সক্রিয় থাকার ফলেই আরও জোরাল হয় নিম্নচাপের প্রভাব।
26
ঠনঠনিয়া কালীবাড়ি এলাকায় বর্ষার মরশুমে প্রতিবারই থাকে হাঁটু জল। শুক্রবারের টানা দুঘন্টায় এখানে বৃষ্টি হয় ২২ মিলিমিটার। যার জেরে যানচলাচলে সমস্যার সৃষ্টি হয়।
36
কলকাতা করপোরেশন ও নিউমার্কেট এলাকাতে বৃষ্টি হয়েছে ৩৯ মিলিমিটার। বেশ কিছু এলাকাতে জল জমে যাওয়া নিয়ে এদিন কলকাতা মেয়র বৈঠক করেন, এবং বিভিন্ন উপায় জল নিকাশির দিকে কড়া নজরও দেন তিনি।
46
আলিপুর কোর্টেও এদিন জল জমে যায়। ৭২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। অফিস ফিরতি মানুষের নাজেহাল অবস্থার সৃষ্টি হয় এই বৃষ্টির জেরে।
56
রাসেল স্ট্রিটের ছবিটাও একই রকমের ছিল। এখানেও টানা দুঘন্টার বৃষ্টির জেরে জল জমে রাস্তায়। শুক্রবার এখানে বৃষ্টিপাতের পরিমান ছিল ২৯ মিলিমিটার।
66
কলেজস্ট্রীট এলাকা শুক্রবার সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাতের পরিমান ছিল ১৯ মিলিমিটার। এই অঞ্চলে সামান্য বৃষ্টিপাতেই জল জমে যায়। এদিনের ভারী বর্ষণের ফলে আমহার্স্ট্রীট এলাকায় জল দাঁড়িয়ে যায়। ব্যহত হয় যান চলাচল।