নতুন বছরে কনকনে ঠান্ডায় ভোর হল কলকাতায়, শুক্রবার রাজ্য জুড়ে শৈত্যপ্রবাহ
First Published Jan 1, 2021, 8:19 AM IST
শুক্রবার নতুন বছরের প্রথমদিনে জাঁকিয়ে শীত কলকাতা সহ রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। আরও ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। পশ্চিমের ছয় জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি।জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশে তুষারপাতের ফলে শীতল বাতাস আসছে উত্তর-পশ্চিম দিক থেকে। ২০২১ এর শুরুতে শীতের আমেজ বজায় থাকবে সারা রাজ্য জুড়ে।

আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা শীতের আমেজ বজায় থাকবে রাজ্যে। আরও ২ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। পশ্চিমের ছয় জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি।

কলকাতায় সকালে সামান্য কুয়াশা হলেও পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তর পশ্চিম এর শীতল হাওয়া ঢুকছে। রাজ্যের পশ্চিম এর জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন