আগামী ২৪ ঘন্টা পরেই কলকাতায় পারদ নামার সম্ভাবনা, কুয়াশা কাটিয়ে সোনা রোদ দিনভর
First Published Dec 14, 2020, 7:40 AM IST
সোমবার শহর ও শহরতলিতে ঘন কুয়াশা , আকাশ আংশিক মেঘলা। জেলায় জেলায় শীতের আমেজ থাকলেও কলকাতায় বেলা বাড়লে শীত উধাও হবে। কলকাতার নুন্যতম তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। ১৫ ডিসেম্বরের পর কলকাতায় পারদ নামার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হবে।

সৌরাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে। তারপর থেকে মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হবে।

আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। সকালে কুয়াশা। বেলা বাড়লে শীতের আমেজ উধাও। কুয়াশা সরে গিয়ে মুক্ত আকাশ। আগামী কয়েকদিনে তাপমাত্রা নামার কোনও লক্ষণ নেই। ১৫ ডিসেম্বরের পর কলকাতায় পারদ নামার সম্ভাবনা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন