- Home
- West Bengal
- Kolkata
- মেঘের আড়ালে গর্জন শুরু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা
মেঘের আড়ালে গর্জন শুরু, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দক্ষিণের রাজ্যগুলিতে প্রবল বর্ষণের আশঙ্কা
- FB
- TW
- Linkdin
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, 'আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যেটি পরবর্তীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'
'এই নিম্নচাপের প্রভাবে আগামী ২০ থেকে ২২ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলা অর্থাৎ মুর্শিদাবাদ,নদিয়া, উ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং কিছুটা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। '
তিনি আরও জানিয়েছেন, '২১ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টি একটু বাড়বে। বেশ কিছু জেলায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ২২ তারিখ বৃষ্টি একটু সরে গিয়ে পশ্চিমের জেলা গুলিতে বাড়বে।পশ্চিমের জেলা বলতে মূলত পুরুলিয়া, বাকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম এই জেলাগুলির কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।
যেহেতু আগামী ২০ তারিখ নাগাত উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তাই সমস্ত মৎসজীবীদের ২০ তারিখ থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং যারা ইতিমধ্য়েই চলে গিয়েছেন, তাঁদের ২০ তারিখ দুপুরের মধ্য়ে ফেরত আসতে বলা হয়েছে। আগামীকাল বিশ্বকর্মা পূজো এবং মহালয়া। বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। '
হাওয়া অফিস সূত্রে খবর,বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক ৯৪ শতাংশ এবং ন্যুনতম ৬৯ শতাংশ।
অপরদিকে, দিল্লির মৌসম ভবন জানিয়েছে, অন্ধ্র প্রদেশ উপকূলের নিম্নচাপ সরে তেলেঙ্গানা ও ছত্রিশগড় এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর নাগপুর থেকে ছত্রিশগড়ে লো প্রেসারের মধ্যে দিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে আগামী কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা-সহ ছত্রিশগড়ে ভারী বৃষ্টি হবে। গুজরাট, মহারাষ্ট্রের মত দক্ষিণের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।