কোভিডে এসি-আতঙ্ক, ভ্যাপসা গরম থেকে কবে মুক্তি পাবে কলকাতা, কী বলছে হাওয়া অফিস
রাজ্য়ে ভ্য়াপসা গরমের মাঝেই ভয়াবহ কোভিড পরিস্থিতি। এদিকে এই গরমেও এসি চালাতে সাহস পাচ্ছেন না অনেকেই। বাইরে বেরোলেই এসি পরিবহণ এড়িয়ে যাচ্ছেন, পাছে সংক্রমণের শিকার হন। এদিকে ঘামে ভিজে যাচ্ছে জামা-কাপড়। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও শহরের আকাশ আংশিক মেঘলা। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স। এদিকে ফের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে বলে বিশেষজ্ঞরা দাবি করেছেন।
- FB
- TW
- Linkdin
কোভিড আতঙ্কে অনেকেই এই গরমেও এসি চালাতে সাহস পাচ্ছেন না অনেকেই। বাইরে বেরোলেই এসি পরিবহণ এড়িয়ে যাচ্ছেন, পাছে সংক্রমণের শিকার হন। এদিকে ঘামে ভিজে যাচ্ছে জামা-কাপড়।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবারও শহরের আকাশ আংশিক মেঘলা। আছে আদ্রতা ভরা কিছুটা অস্বস্তিও।
আবহাওয়া বিশেষজ্ঞের মতে, ২৪ এপ্রিলের পর নাগাদ ফের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে।
উল্লেখ্য, গত সপ্তাহে শনিবার ভ্যাপসা গরমথেকে মুক্তি দিয়ে সন্ধে সাড়ে সাতটা থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয় কলকাতায়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর ঘন্টায় ৩০ থেকে ৪০ কমি বেগে বয়ে গিয়েছে ঝড়।
আর সেই বৃষ্টি প্রভাব তাপমাত্রার উপরেও পড়েছে। এদিন সকালে রোজের তেজ বা হাঁসফাঁস অবস্থা অনেকটাই কম শহর-শহরতলিতে।
আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৪ ডিগ্রি সেলসিয়ার্স। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০ ডিগ্রী।
অপরদিকে এদিন শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ২৪ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।