রবিবার জাঁকিয়ে শীত কলকাতা সহ রাজ্যে, তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে, দেখুন ছবি
First Published Dec 27, 2020, 8:07 AM IST
রবিবার ঘন কুয়াশায় ঘুম ভাঙল শহর কলকাতায়। জাঁকিয়ে শীত এর পরিস্থিতি রাজ্যজুড়ে। কনকনে ঠান্ডার শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সামান্য তাপমাত্রা বাড়লে ও জাঁকিয়ে শীতের পর্ব চলবে ডিসেম্বরের বাকি কটা দিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, বছর শেষে জেলা জুড়ে চলবে শীতের দাপট। দক্ষিণ-পূর্ব আরব সাগর মলদ্বীপ সংলগ্ন এলাকায় নিম্নচাপের সম্ভাবনা।আন্দামান ও নিকোবর বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। আরও এক দফায় শৈত্যপ্রবাহ সোমবারের পর পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ,দিল্লিতে।

জাঁকিয়ে শীতের পরিস্থিতি রাজ্যে। আগামী দুদিন একই পরিস্থিতি। রবি ও সোমবারে তুষারপাতের সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতে। তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রি পর্যন্ত। এর প্রভাবে ফের শৈত্যপ্রবাহের পরিস্থিতি হতে পারে বাংলাতেও।

শৈত্যপ্রবাহের পরিস্থিতি হবে উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে। এর প্রভাবে পূর্ব ভারতের রাজ্যগুলি তে বর্ষশেষে আরও একদফায় কনকনে ঠান্ডার আমেজ ফিরতে পারে।দক্ষিণ ভারতের পূবালী হাওয়ার প্রভাব থাকবে। বর্ষশেষে ও তামিলনাডু পন্ডিচেরিতে বৃষ্টির সম্ভাবনা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন