বৃষ্টি থামার লক্ষণ নেই , মঙ্গলবার অবধি প্রবল বর্ষণের আশঙ্কা
রবিবার বাংলার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। জলজমার আশঙ্কায় রয়েছে বঙ্গবাসী। হাওয়া অফিস জানিয়েছে, শহরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। শনিবার উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহের শুরুতেই বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। উত্তরবঙ্গের কিছু এলাকায় জল জমলেও বন্যার কোনও আশঙ্কা নেই। তবে ভারী বৃষ্টিতে বানভাসি আলিপুরদুয়ারের একাধিক এলাকা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস।
- FB
- TW
- Linkdin
রবিবার কলকাতার আকাশ সারাদিনই আংশিক মেঘলা। কলকাতায় দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি অনুভূত হয়েছে। রবিবার এই মুহূর্তে বিকেল ৫ টা ১৫ মিনিটে শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
RAIN
বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপট বাড়বে। এর জেরেই বৃষ্টি হবে উত্তরবঙ্গ সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। উত্তরবঙ্গে আরও একদফা ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং শহর পার্বত্য এলাকায়।
ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে কুচবিহার ও আলিপুরদুয়ারে।