- Home
- West Bengal
- Kolkata
- দীর্ঘ ছুটি কাটিয়ে আজ স্কুলে ফেরার পালা, কোভিড লড়াইয়ে জারি করা সরকারি নির্দেশে কড়া নজর
দীর্ঘ ছুটি কাটিয়ে আজ স্কুলে ফেরার পালা, কোভিড লড়াইয়ে জারি করা সরকারি নির্দেশে কড়া নজর
- FB
- TW
- Linkdin
নির্দিষ্ট সময়ের পূর্বেই শিক্ষকদের হাজির হতে হবে স্কুলে। তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পড়ুয়াদের জন্য়ে।
প্রতিটা শিক্ষককেই বিশেষ কিছু দায়িত্বভাগ করে নিতে হবে। শিক্ষক তাদের নির্দিষ্ট কাজের বাইরেও নজর রাখবেন পড়ুয়াদের ওপর।
অবশ্যই সামাজিক দূরত্বের দিকে নজর রাখতে হবে। পড়ুয়ারা যেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই স্কুলে থাকে, ও সুস্থ পরিবেশ বজায় রাখে।
খাবার থেকে শুরু করে বইপত্র, জিনিস আদানপ্রদান করার বিষয় নজর রাখতে হবে শিক্ষক-শিক্ষিকাদের। প্রয়োজনে নিতে হবে কঠোর নিয়ম।
প্রত্যেকে মাস্ক পড়ছে কি না সেই দিকে নজর দিতে হবে। নয়তো অনেকেই এই বিষয়টা নজরের বাইরে রাখবে। পড়ুয়াদের সঙ্গে সহজভাবে মিশতে হবে।
পাশাপাশি বেশ কিছু দিকে নজর দিতে হবে অভিভাবকদেরও। স্কুলে পাঠানোর আগে পড়ুয়াদের বুঝিয়ে দিতে হবে কোভিড গাইডলাইন।
স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে যেতে হবে। পরিস্থিতি সম্পর্কে বুঝিয়ে বলতে হবে।
স্কুলের বাইরে, যাতায়াতের পথে মাস্ক পড়ছে কি না, স্যানিটাইজার বা হাত ধোওয়ার দিকে নজর দিচ্ছে কি না দেখতে হবে।
এর পাশাপাশি পড়ুয়াদেরও সতর্ক হতে হবে। বন্ধুদের সঙ্গে এক জায়গায় বসে কথা বলা গল্প করা আর নয়।
স্কুলের পোশাক সম্পর্কে সচেতন হতে হবে। তা ধুয়ে ফেলতে হবে রোজ অথবা বাইরে কোথাও রেখে দিতে হতে ১২ ঘণ্টা।
শিক্ষকদের কথা মেনে চলতে হবে। স্কুলে কোনও রকম ভাবে মাস্ক খোলা যাবে না। কারুর শরীর খারাপ হলে স্কুলে আসা যাবে না।
কারুর শরীর খারাপ যদি ক্লাসের মধ্যে হয়, তবে তৎক্ষণাত শিক্ষকদের জানাতে হবে। হাত পা যতটা সম্ভব ঢেকে থাকতে হবে।
এ পরিবর্তনের ভালোবাসা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সালমান খান। যেন অগাদ ভালোবাসার জন্য ধন্যবাদ। পাশাপাশি ভক্তদের নিজেদেরও পরিবারের খেয়াল রাখার জন্য জানিয়েছেন ভাইজান।